নায়ক নায়িকা ছাড়াই শুটিং! নতুন যুগ শুরু হচ্ছে বাংলা সিরিয়ালে, কী প্রভাব পড়বে TRP-তে?

বাংলাহান্ট ডেস্ক : বিনোদন জগতে সিরিয়ালের জনপ্রিয়তা বরাবরই থাকে আকাশছোঁয়া। দৈনন্দিন জীবনে দর্শকদের কাছে সিরিয়ালের (Serial) গুরুত্ব অনেক। আর শুধু তো দর্শকরাই নন, সিরিয়ালের উপরে নির্ভরশীল বহু পরিচালক, টেকনিশিয়ান, কলাকুশলী, অভিনেতা অভিনেত্রীদের জীবন। কিন্তু সিরিয়ালের শুটিংয়ে যদি অভিনেতা অভিনেত্রীদের প্রয়োজনই না পড়ে? আপাত অসম্ভব এই কাণ্ডই নাকি এবার সম্ভব হতে চলেছে সিরিয়ালে (Serial)।

বড় বদল আসছে সিরিয়ালে (Serial)

বর্তমানে কার্যত সবকিছুই সম্ভব হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আই দিয়ে। যত সময় এগোচ্ছে ততই মানুষের কাজ সহজ করতে উন্নত হচ্ছে বিজ্ঞান। আর বর্তমানে এ আই কার্যত হানা দিয়েছে প্রতিটি মাধ্যমেই। বিশেষ করে বিজ্ঞাপন, ফ্যাশন শোতে এ আই এর রমরমা বাড়ছে। এ আই এর সাহায্যে তৈরি হচ্ছে, যাদের ব্যবহার বাড়ছে দ্রুত গতিতে। এবার অভিনয়েও (Serial) পড়তে শুরু করেছে এ আই এর প্রভাব।

Big change is going to come in serial shooting

অভিনয়েও এ আই প্রভাব: ইতিমধ্যেই এ আই এর সাহায্যে তৈরি হয়েছে সিরিয়াল (Serial)। তবে বাংলায় নয়, হিন্দিতে এ আই কে মাধ্যম করে এগোচ্ছে ধারাবাহিকটি। জি টিভির ‘হামারা পরিবার’ খুব কম সময়েই ভিন্ন স্বাদের জন্য নজর কেড়েছে দর্শকদের। অন্যদের থেকে কীভাবে আলাদা এই সিরিয়াল (Serial)? কীভাবে হয় এর শুটিং? ‘জিন্দাবাদ স্টুডিও’র অন্যতম কর্ণধার শতরূপা দাস জানান, এই সিরিয়ালে অন্য রকম ভাবে শুটিং হয়। লাইট ক্যামেরা নিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে কাজ হয় না। অভিনেতাদেরও সঙ্গে সঙ্গে অভিব্যক্তি বদলাতে হয় না। এমনকি সেভাবে অ্যাকশন দৃশ্যও করতে হয় না।

আরো পড়ুন : প্রেমের সপ্তাহে ভাইরাস হানা! TRP টানতে “তুলকালাম” কাণ্ড জি এর সিরিয়ালের সেটে

কীভাবে হয় শুটিং: এই সবকিছুই হয় এ আই দিয়ে। এমনকি বাংলার নানান নামীদামী ব্যক্তি এবং ঐতিহাসিক ব্যক্তিদেরও ফুটিয়ে তোলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে। শতরূপা জানান, এতে নাকি অভিনেতাদের বেশ সুবিধাও হচ্ছে। এমনিতে যাঁদের অভিনয় দক্ষতা আছে সেটা তো থাকবেই। এ আই তো মানুষের দক্ষতা কেড়ে নিতে পারবে না।

আরো পড়ুন : এক ধাক্কায় ওলটপালট সব স্লট, নতুন মেগার জন্য বিদায়ের পথে জি এর এই সিরিয়াল!

ইতিমধ্যেই হিন্দি সিরিয়ালটি (Serial) বেশ সাড়া ফেলেছে দর্শক মহলে। খুব শীঘ্রই বাংলা সিরিয়ালেও এ আই দিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান শতরূপা। কলকাতায় আসবেন তিনি কিছুদিনের মধ্যেই। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলা সিরিয়ালেও এ আই নিয়ে কাজ হবে বলে আশা জাগিয়েছেন শতরূপা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর