আড়াই বছরের পথচলায় ইতি, রাতারাতি আকাশ ভেঙে পড়ল TRP টপার মেগার ভক্তদের মাথায়!

বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ায় চোখ রাখলে এখন দু ধরণের দৃশ্য দেখা যাচ্ছে। একদিকে নতুন নতুন গল্প নিয়ে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক (Serial)। অন্যদিকে পুরনো সিরিয়ালের মধ্যেও আকর্ষণ খুঁজে পাচ্ছেন দর্শকরা। বিভিন্ন চ্যানেলেই এমন একগুচ্ছ সিরিয়াল রয়েছে, যেগুলি বেশ পুরনো। কোনোটা কয়েক মাস হয়ে গিয়েছে, কোনো কোনোটা আবার কয়েক বছরও পার করে ফেলেছে। দীর্ঘদিন ধরে চলতে চলতে সিরিয়ালগুলির (Serial) সঙ্গেও একটা আত্মিক যোগ হয় দর্শকদের।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর