জোড়া বিদায় জলসার সিরিয়ালে, রাতারাতি বদলে গেল নায়ক! এন্ট্রি নিলেন এই অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন সিরিয়ালে (Serial) নায়ক নায়িকার পরিবর্তন এখন এক রকম স্বাভাবিক বিষয় হয়েই দাঁড়িয়েছে। আগে পার্শ্ব চরিত্রের পরিবর্তন হলেও বর্তমানে মূল নায়ক নায়িকা থেকে ভিলেনের চরিত্রেও ঘটে যায় আমূল বদল। অনেক সময় এই ধরণের বদলগুলি দিয়েই টিআরপির আগমন হয় ধারাবাহিকে (Serial)।

ফের নায়ক নায়িকা বদল সিরিয়ালে (Serial)

সাধারণত কোনো সিরিয়াল (Serial) শুরু হওয়ার আগে লুক টেস্টে নির্বাচিত হলেই জায়গা পাওয়া যায় ধারাবাহিকে। তবে পরবর্তীতে তাঁদের পালটে যাওয়ারও সমূহ সম্ভাবনা থাকে। অনেক সময় লুক টেস্টের পর বদলে যায় নায়ক নায়িকা। কখনো আবার প্রোমোতে দেখা মিললেও সিরিয়াল (Serial) শুরু হলে দেখা যায় বদলে গিয়েছে মুখ।

Big changes came in this star jalsha serial

বদলে গেল জনপ্রিয় মুখ: সম্প্রতি জি বাংলার আসন্ন একাধিক সিরিয়ালে (Serial) ঘটেছে এমন বদল। অন্যদিকে আবার সিরিয়াল শুরু হওয়ার পর নায়ক নায়িকা বদলে গিয়েছে এমন ঘটনাও ঘটেছে। স্টার জলসার রোশনাই থেকে চিনি, এমনকি অন্য চ্যানেলেও ঘটেছে এমন ঘটনা। এবার ফের একই চ্যানেলের একটি জনপ্রিয় ধারাবাহিকে (Serial) ঘটল একই ধরণের পরিবর্তন।

আরো পড়ুন : জি পাঠালো কড়ি-চকোলেট, পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জলসার উপহারে এল কোন চমক?

কে এলেন নতুন চরিত্রে: জলসার জনপ্রিয় সিরিয়ালগুলির (Serial) মধ্যে অন্যতম ‘তেঁতুলপাতা’। ঋষি ঝিল্লির অনস্ক্রিন রসায়ন বেশ পছন্দ করছেন দর্শকরা। টিআরপি খুব বেশি না হলেও স্লট লিডার হচ্ছে এই মেগা। তবে সম্প্রতি বড় দুটি বদল ঘটে গিয়েছে সিরিয়ালে। একসঙ্গে সিরিয়াল (Serial) ছেড়েছেন দু দুজন অভিনেতা অভিনেত্রী।

আরো পড়ুন : ছেড়ে কথা নয় মোটেই, ‘কথা’র জোড়া ভিলেনের পাল্টা দিতে দুর্গার নায়কের এন্ট্রি ‘জগদ্ধাত্রী’তে!

এতদিন খলনায়ক হিসেবে তেঁতুলপাতায় (Serial) দেখা যাচ্ছিল অভিনেতা সৌম্য বন্দোপাধ্যায়কে। তবে এবার মুখ বদল হল এই চরিত্রের। নতুন ভিলেন রূপে এন্ট্রি নিয়েছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীও সরে দাঁড়িয়েছেন সিরিয়াল থেকে। অন্তঃসত্ত্বাকালীন ছুটিতে গিয়েছেন তিনি। তবে তিনি আর সিরিয়ালে ফিরবেন কিনা, বা ফিরলেও কবে ফিরবেন তা এখনো স্পষ্ট নয়।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর