বাংলা হান্ট ডেস্ক : ফের তৎপর হয়ে উঠেছে ইডি (Enforcement Directorate)। শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) তদন্তে অনেক আগেই ইডির গ্রেফতার হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। কালীঘাটের কাকুর পুরনো অফিসে সোমবার রাত থেকে তল্লাশি চালিয়েছে ইডি। বুধবার সেই তল্লাশির কথা সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। সেই বিবৃতিতে তদন্তকারীরা উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম।
CEO এখনও অভিষেকই : ইডির দাবি, কলকাতায় ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড’ নামে সংস্থার তিনটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে সোম ও মঙ্গলবার। ওই সংস্থায় চিফ অপারেটিং অফিসার হিসাবে এক সময়ে চাকরি করেছেন সুজয়কৃষ্ণ। এই লিপ্স অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড’-এর অপর চিফ এগজ়িকিউটিভ অফিসার (সিইও) তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে লেখা হয়েছে, ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ওই সংস্থার ডিরেক্টর পদেও ছিলেন অভিষেক।
মনোনয়ন পত্রে উল্লেখ নেই : অবশ্য অভিষেকের ২০১৪ বা ২০১৯ সালের লোকসভা ভোটে প্রার্থী হওয়ার সময়ে নির্বাচন কমিশনে জমা-দেওয়া হলফনামা পরীক্ষা করে দেখা যাচ্ছে, তাঁর ওই সংস্থার সঙ্গে যুক্ত থাকার কোনও তথ্য নেই। ২০১৪ সালের হলফনামায় তিনি জানান, ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড’ সংস্থার ১০ টাকা মূল্যের এক হাজারটি শেয়ার রয়েছে তাঁর। ২০১৯ সালে সেই কথাও উল্লেখ করেননি তিনি।
ED পাওয়া তথ্য ঘিরে জল্পনা : অনেকের মতে, লোকসভা ভোটে লড়ার আগে অভিষেক ওই সংস্থার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন। ইডি তাদের প্রেস বিবৃতিতে যে বাক্যটি লিখেছে, তার অর্থ অভিষেক এখনও ওই সংস্থার ‘সিইও’। আগে তিনি ছিলেন ‘ডিরেক্টর’। অভিষেক আগে ওই সংস্থার ‘ডিরেক্টর’ থাকলেও এখন তাঁর সঙ্গে সংস্থাটির কোনও যোগাযোগ নেই। ফলে ইডি কোথা থেকে ওই তথ্য পেল, তা নিয়েও সন্দেহ থাকছে।
আরও পড়ুন : BRICS-এ হঠাৎ চিনের প্রস্তাবে সায় ভারতের! ঘাবড়ে গেল বেজিং, মোদির পরিকল্পনা বুঝতেই পারেনি জিনপিং
অভিষেকের নাম প্রথম বলেন সুজয়কৃষ্ণই : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণকে ইডি গ্রেফতার করে গত ৩০ মে। ইতিমধ্যেই ইডি চার্জশিট জমা দিয়েছে। তাতে সুজয়কৃষ্ণের নাম উল্লেখ করা হয়েছে। গ্রেফতার করার আগেই জানা গিয়েছিল, সুজয়কৃষ্ণ একটা সময় পর্যন্ত ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড’-এর কর্মী ছিলেন। তিনিই প্রথম অভিষেকের নামোল্লেখ করেছিলেন সংবাদমাধ্যমে। তিনি একাধিক বার বলেছিলেন, ‘আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না।’ সাহেবের নাম জিজ্ঞাসা করায় তিনি জবাব দিতেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়।’