বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশজুড়ে ক্রিকেট অনুরাগীরা মেতে রয়েছেন IPL (Indian Premier League)-এ। ইতিমধ্যেই IPL-এর এই মরশুম বেশ উত্তেজক হয়ে উঠেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল IPL বিশ্বের সবথেকে বড় T20 লিগ হিসেবে বিবেচিত করা হয়। যেটি ভারতের বিভিন্ন শহরে মোট ১০ টি দলের মধ্যে আয়োজিত হয়ে থাকে।এদিকে, ঠিক এই আবহেই একটি বড় খবর সামনে এসেছে।
IPL (Indian Premier League) চলাকালীন বড় সিদ্ধান্ত BCCI-এর:
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ম্যাচ গড়াপেটার চেষ্টার জন্য মুম্বাই T20 লিগ দলের প্রাক্তন কো-ওনার গুরমিত সিং ভামরাহের উদ্দেশ্যে আজীবন নিষেধাজ্ঞা জারি করেছে BCCI। খবর অনুযায়ী, BCCI-এর লোকপাল বিচারপতি অরুণ মিশ্র মুম্বাই T20 লিগ দলের প্রাক্তন কো-ওনার গুরমিত সিং ভামরাহকে নিষিদ্ধ করেছেন।

মূলত, ২০১৯ সালে সম্পন্ন হওয়া ওই লিগের দ্বিতীয় মরশুমে ম্যাচ ফিক্সিংয়ের জন্য ধাওয়াল কুলকার্নি এবং ভাবিন ঠক্করের সাথে যোগাযোগ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ধাওয়াল একজন সুপরিচিত খেলোয়াড় যিনি IPL (Indian Premier League)-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। কিন্তু, এখন তিনি অবসর নিয়েছেন। কুলকার্নি ভারতের হয়ে ১২ টি ODI এবং ২ টি আন্তর্জাতিক T20 ম্যাচও খেলেছেন।
আরও পড়ুন: ফের স্পষ্ট হল ভারতের শক্তি! দিল্লির ইশারাতে পাকিস্তানকে ঝটকা দিল শ্রীলঙ্কা
জানিয়ে রাখি যে, গুরমিত সিং ভামরাহ GT20 কানাডা লিগের সাথেও যুক্ত ছিলেন। যেটি এখন বন্ধ হয়ে গিয়েছে। তবে, তিনি এখন আর মুম্বাই T20 লিগেও জড়িত নন। উল্লেখ্য যে, ভামরাহ সোবো সুপারসনিক্সের কো-ওনার ছিলেন। তবে, নির্দেশে তাঁকে কত বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। যদিও, BCCI-এর দুর্নীতি দমন আইন অনুসারে, এটি ৫ বছর থেকে আজীবন নিষেধাজ্ঞা পর্যন্ত হতে পারে।
আরও পড়ুন: ফের বাজিমাত সায়নীর! ষষ্ঠ সিন্ধু জয় করে বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন বঙ্গতনয়া
৬ বছর পর ফিরছে মুম্বাই T20 লিগ: প্রসঙ্গত উল্লেখ্য যে, মুম্বাই T20 লিগের প্রথম সংস্করণটি ২০১৮ সালে সম্পন্ন হয়েছিল। এরপর এর দ্বিতীয় সংস্করণটি পরের বছর অর্থাৎ ২০১৯ সালে সম্পন্ন হয়। কিন্তু এরপর করোনার প্রভাব ওই টুর্নামেন্টে পড়ে। যার ফলে এই লিগটি খেলা হয়নি। এই বছর টুর্নামেন্টের তৃতীয় সংস্করণ সম্পন্ন হবে। যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রোহিত শর্মা। রোহিত সম্প্রতি ট্রফিটিও উন্মোচন করেন। অনুমান করা হচ্ছে যে, এই লিগটি ২০২৫ সালের IPL (Indian Premier League) শেষ হওয়ার পরেই শুরু হবে।