বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ নয় বছর পর আবারও ভারতীয় ছবিতে অভিনয়ের জন্য দরজা খুলেছিল পাকিস্তানি (Pakistan) শিল্পীদের জন্য। আর ঠিক তখনই ঘটল পহেলগাঁও ঘটনা। মঙ্গলবারের জঙ্গি হামলায় ২৫ জন নিরীহ পর্যটক এবং একজন কাশ্মীরির প্রাণ যাওয়ায় তোলপাড় পড়েছে দেশজুড়ে। এই হামলায় লস্কর-এ-তৈবা জঙ্গি সংগঠনের শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দায় স্বীকার করেছে। আর তার পরেই পাকিস্তানি (Pakistan) শিল্পীদের প্রতি মনোভাব আরো কড়া হয়েছে ভারতীয় বিনোদন জগতের।
পাকিস্তানি (Pakistan) শিল্পীদের নিয়ে বড় সিদ্ধান্ত বলিউডের
অতীতে একাধিক পাকিস্তানি অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন বলিউডে। সদ্য ফাওয়াদ খান আবারও ফিরেছিলেন হিন্দি ছবিতে। কিন্তু শুটিং, প্রচার সারলেও ছবি মুক্তিতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। সরকারি সূত্রে খবর, ফাওয়াদ খানের আসন্ন ছবি ‘আবির গুলাল’ মুক্তি পাবে না ভারতে। আর এবার পাকিস্তানি (Pakistan) শিল্পীদের উপরে পাকাপাকি ভাবে নিষেধাজ্ঞা জারি করার দাবি জানালেন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক।
চিঠি গিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে: সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেছেন, এটা সমগ্র দেশের সমস্যা। একের পর এক হামলা চলছে দেশের উপরে। সম্প্রতি পহেলগাঁওতে দেশের পর্যটকদের উপরে হামলা হয়েছে। ২৬ জনের মৃত্যু হয়েছে তাতে। এরপর থেকেই ভারত এবং পাকিস্তানের (Pakistan) মধ্যে চাপানউতোর বেড়েছে। পাকিস্তানি শিল্পীদের উপরে পাকাপাকি ভাবে নিষেধাজ্ঞা জারি করার আর্জি জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে চিঠিও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সম্পাদক।
আরো পড়ুন : সন্ত্রাসবাদীদেরও মাসিক বেতন-বোনাস! কত টাকা পেয়ে থাকেন জঙ্গিরা?
ভারতীয় শিল্পীদের জন্যও হুঁশিয়ারি: এরপরেই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, এ দেশের কেউ যদি আবারো পাক (Pakistan) শিল্পীদের সঙ্গে কাজ করতে গিয়ে ধরা পড়েন তাহলে তাকেও নিষিদ্ধ করা হবে। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের মামলাও করা হবে বলে সতর্ক করেছেন তিনি। যাতে আগামীতে কেউ এমন কাজ করার আগে দুবার ভাবেন।
আরো পড়ুন : ‘ওয়াকফ ইস্যু ভোলাতে পহেলগাঁও হামলা, সব BJP করিয়েছে’, বেনজির মন্তব্য তৃণমূল নেত্রী মর্জিনা খাতুনের
আগামী ৯ ই মে মুক্তির তারিখ আবির গুলাল এর। ইতিমধ্যেই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে ফাওয়াদের আসন্ন ছবির গান। FWICE এর প্রেসিডেন্ট বলেন, আবির গুলাল ছবির গান বা কোনো দৃশ্যও যাতে দেশের কোথাও মুক্তি না পায় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি প্ল্যাটফর্মকে। ছবির টিমকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ভবিষ্যতে কোনো পাকিস্তানি (Pakistan) শিল্পীর সঙ্গে কাজ না করতে। ছবির মুক্তি আটকাতে প্রযোজককেও চিঠি পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।