বাংলা হান্ট ডেস্ক : গোটা পৃথিবীর মানচিত্রে শক্তিধর দেশের তালিকায় প্রথম সারিতেই রয়েছে চীন (China)। অর্থনৈতিক ক্ষেত্রে চীনের (Chhina) প্রবল প্রতিদ্বন্দ্বি আমেরিকা। এই মুহূর্তে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির (Economy) দেশ। কিন্তু ক্রমশ কোমর ভাঙছে এই দেশের বিপুল অর্থনৈতিক পরিকাঠামোর। তাই চীনা অর্থনীতি নিয়ে রীতিমত উদ্বিগ্ন বিশেষজ্ঞরা।
চীনের (China) বড়লোকরা দেশ ছেড়ে পালাচ্ছেন কেন?
২০০৮ সালে জিনপিং ক্ষমতায় আসার পর থেকে দেশের অর্থনীতির ব্যাপক অগ্রগতি হয়। কিন্তু আচমকাই চীনের অর্থনৈতিক অগ্রগতি গিয়েছে থমকে। গত বছরেই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের দিক থেকে বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে শি জিনপিং-র (Xi Jinping) দেশ। সেই একই ছবি ধরা পড়েছে এই বছরেও। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের দাবি চীনে গত বছর থেকেই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ কমে গিয়েছে।
চলতি অর্থবছর প্রথম তিন মাসে তিন থেকে প্রায় দেড় হাজার কোটি ডলারের বিনিয়োগ তুলে নিয়েছেন বিনিয়োগ কারীরা। অর্থনৈতিক দিক দিয়ে চীনের এই ক্ষতির প্রভাব পড়তে পারে অন্য দেশের উপরও। বিশেষ করে তেল রফতানিকারী দেশগুলির ওপর পড়তে চলেছে কোপ। রিপোর্ট বলছে ঠিক এই কারণে ইতিমধ্যেই সৌদি আরবের মতো ‘বন্ধু’ দেশ-ও তাদের তেল উৎপাদন কমিয়ে দিয়েছে।
আরও পড়ুন : ‘সবাই তৃণমূল বিরোধী? রাতারাতি সিপিএম হয়ে গেল?’ এবার ‘ফেসবুক বিপ্লব’ নিয়ে বিস্ফোরক জীতু
এই একই কারণে পশ্চিম এশিয়ার দেশগুলিও তেল উৎপাদন কমিয়ে দিয়েছে। কিন্তু চীনের এমন আর্থিক অবনতির কারণ কি? এপ্রসঙ্গে চিনা অর্থনীতিবিদ ডানকান রিগলি বলেছেন, বিদেশি বিনিয়োগকারীরা মূলত চিনে নিজেদের সম্পত্তি বিক্রি করে বা মুনাফা বার করে নিয়ে সে দেশ থেকে ব্যবসা গোটাচ্ছেন।
আসলে এখন জিনপিং সরকারের উপর চীনের মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ। তারই স্পষ্ট ছাপ পড়েছে সেদেশের অর্থৈনিক পরিসংখ্যানের ওপর। এসবের মধ্যেই সম্প্রতি চীনের বড়লোকরা দেশ ছেড়ে পালতে শুরু করেছেন। কিন্তু কেন বিত্তশালীরা চীন-বিমুখ? বিশেষজ্ঞদের একাংশের দাবি, মূলত ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং সে দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের কারণেই দেশ ছাড়ছেন চীনের বড়লোকরা।