১০০০ পর্ব ছুঁতে আর কয়েক কদম, ৩ বছর পূরণ করে “জব্বর” সুখবর জলসার সিরিয়ালে!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মেগা সিরিয়ালের (Serial) ধরণ বদলেছে বর্তমান সময়ে। আগের মতো এখন আর বছরের পর বছর ধরে চলে না কোনো ধারাবাহিক। অনেক সিরিয়ালই টেনেটুনে কয়েক মাস যেতে না যেতেই বন্ধের মুখ দেখছে। কিছুদিন যেতে না যেতেই টিআরপির পতন হচ্ছে অধিকাংশ সিরিয়ালে (Serial)। দর্শকদের আগ্রহের অভাব হতেই বিপদের মুখে পড়ে ধারাবাহিকগুলি।

এখনো রমরমিয়ে চলছে সিরিয়ালটি (Serial)

বর্তমানে মেগা সিরিয়ালের ট্রেন্ড বদল হলেও এখনো কিছু কিছু ব্যতিক্রমী সিরিয়াল (Serial) রয়েছে যেগুলি আগের মতোই লম্বা সময় ধরে চলছে। স্টার জলসার প্রসঙ্গ উঠলে এক্ষেত্রে সবার আগে যে সিরিয়ালের (Serial) নাম সামনে আসে তা হল ‘অনুরাগের ছোঁয়া’। ইতি মধ্যেই তিন বছর পূর্ণ করে ফেলেছে সিরিয়ালটি। ১০০০ পর্বও ছুঁতে চলেছে শীঘ্রই।

Big good news coming in this star jalsha serial

বড় সুখবর এল মেগায়: সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অনেক বদল এসেছে অনুরাগের ছোঁয়ায় (Serial)। একাধিক বার লিপ নিয়েছে গল্প। অনেক বার আলাদা হওয়ার পর অবশেষে এক হয়েছে সূর্য দীপা। তবে তারা এখন প্রৌঢ়। সোনা তাদের কাছে থাকলেও রূপা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মা বাবার কাছ থেকে। টিআরপি তলানিতে চলে গেলেও নতুন নতুন চমক অব্যাহত রয়েছে এই সিরিয়ালে (Serial)। এবার আবারও এক নতুন সদস্য জোড়ার সুখবর মিলল এই ধারাবাহিকে।

আরো পড়ুন : ৩ মাসেই অথৈ জলে সিরিয়াল, TRP-র ভোল বদলাতে জি বাংলার থেকে নায়িকা আমদানি জলসার!

কী জানালেন নায়িকা: অনুরাগের ছোঁয়ার কথা বললে যে চরিত্রের কথা না বললেই নয়, তিনি হলেন মিশকা। ধারাবাহিকের (Serial) প্রথম থেকেই খলনায়িকার চরিত্রে দুর্দান্ত অভিনয় করে আসছেন অহনা দত্ত। মাঝে গল্পে মিশকার গল্পের ইতি ঘটেছিল। তবে আবারো তাকে ফিরে আসতে দেখা যায়। আর এবার এল আরো একটি বড় খবর। তবে এবারে আর অনস্ক্রিনে (Serial) নয়, অফস্ক্রিনে।

আরো পড়ুন : মাত্র ৫ মাসেই খুন ৩২ জন হিন্দু! ভয়াবহ রিপোর্টের মাঝেই ইউনূস সরকারকে চরম সতর্কবাণী নয়াদিল্লির

মা হতে চলেছেন পর্দার মিশকা। সদ্যই বেবিবাম্প দেখিয়ে একটি ছবি শেয়ার করেছেন অহনা। সমুদ্রসৈকতে বেবিবাম্প আগলে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। সেখানেই জানিয়েছেন, আগামী অগাস্ট মাসেই সন্তান জন্ম দেবেন অহনা। মায়ের অমতেই ‘ডিভোর্সি’ দীপঙ্কর রায়ের সঙ্গে লিভ ইন সম্পর্কে জড়ান তিনি। ২০২৩ সালে লুকিয়ে আইনি বিয়েও সারেন দুজনে। এই সম্পর্কের জন্যই মা মেয়ের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হয়েছে। আর এর মাঝেই এবার মা হওয়ার সুখবর জানালেন অহনা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X