বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরু থেকে ডায়মন্ড হারবার জুড়ে বিশেষ স্বাস্থ্য পরিষেবা চালু করেছেন তৃণমূল (Trinamool Congress) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সমগ্র লোকসভা কেন্দ্রের বিধানসভা কেন্দ্র ধরে ধরে সেবাশ্রয় শিবিরের (Sebaashray Camp) আয়োজন করা হচ্ছে। এবার আন্তর্জাতিক নারী দিবসের দিন সেখানেই নেওয়া হল অভিনব উদ্যোগ। নারীদের অবদানকে সম্মান জানিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করা হল।
আন্তর্জাতিক নারী দিবসে কী বার্তা দিলেন অভিষেক (Abhishek Banerjee)?
গত ২ জানুয়ারি থেকে নিজের লোকসভা কেন্দ্রে সেবাশ্রয় শিবিরের সূচনা করেছেন তৃণমূল সেনাপতি। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ সেই শিবির থেকে ‘সেবা’ পেয়েছেন। রক্তচাপ, সুগার থেকে ক্যানসার, নানান ধরণের অসুস্থতায় চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে সেখানে। এবার সেই সেবাশ্রয় শিবিরেই নারী দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য ক্ষেত্রে নারীদের পরিশ্রম ও পরিষেবাকে সম্মানিত করা হল।
I salute our mothers, sisters and daughters – not just from the halls of Parliament, but from classrooms, hospitals, boardrooms and homes. Your courage reshapes policies, your voices strengthen our democracy and your leadership inspires generations.
Today, we honour your…
— Abhishek Banerjee (@abhishekaitc) March 8, 2025
জানা যাচ্ছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের (Abhishek Banerjee) নির্দেশে এদিন মহেশতলার সেবাশ্রয় শিবিরে এই কর্মসূচি পালন করা হয়। ফুল, স্মারক, উত্তরীয় দিয়ে শিবিরে উপস্থিত মহিলা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের অক্লান্ত পরিশ্রম ও পরিষেবাকে সম্মান জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ‘রাজ্যের চেহারা পাল্টে যাবে’! দেউচা পাঁচামি নিয়ে এবার বড় ঘোষণা অনুব্রত মণ্ডলের
এদিনের অনুষ্ঠানে বক্তারা নানান ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। সেই সঙ্গেই তাঁদের প্রচেষ্টার জন্য ধারাবাহিক স্বীকৃতি ও সমর্থনের গুরুত্বের কথাও বলা হয়। সেবাশ্রয় শিবিরে এই অভিনব উদ্যোগ নেওয়ার পাশাপাশি নারী দিবস (Internation Women’s Day) উপলক্ষ্যে নিজের এক্স হ্যান্ডেলেও (সাবেক টুইটার) একটি পোস্ট করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।
অভিষেক (Abhishek Banerjee) এদিন লেখেন, ‘আমাদের মা, বোন ও মেয়েদের আমি সেলাম জানাই। শুধু সংসদের হল থেকে নয়, বরং ক্লাসরুম, হাসপাতাল, বোর্ডরুম এবং বাড়ির প্রত্যেককে। আপনাদের সাহস নীতিগুলিকে নতুন আকার দেয়, আপনাদের কণ্ঠ আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করে এবং আপনাদের নেতৃত্ব প্রজন্মকে অনুপ্রাণিত করে। আজ আমরা আপনাদের দৃঢ়তা ও নানান উপায়ে আপনারা যেভাবে আমাদের দেশের গল্পকে আকার দিয়েছেন, তাকে সম্মান জানাই। শুধু আজ নয়, আপনাদের কণ্ঠ প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ’।