সঞ্জয়ের মামলা লড়তে ইচ্ছুক! এগিয়ে এলেন ‘এই’ দাপুটে আইনজীবী! পরিচয় জানলে মাথা ঘুরে যাবে

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে (RG Kar Case) সঞ্জয় রায়কে ফাঁসি দেয়নি শিয়ালদহ আদালত। বরং তাঁকে আমৃত্যু কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে রায় ঘোষণার পর থেকেই নানান মহল থেকে অভিযোগ উঠতে শুরু করেছে। অনেকেরই দাবি, সঞ্জয় (Sanjay Roy) একা অপরাধী নন। আসল দোষীদের আড়াল করতেই তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এই আবহে সামনে আসছে বড় খবর! জানা যাচ্ছে, সঞ্জয়ের হয়ে মামলা লড়তে এগিয়ে এসেছেন একজন আইনজীবী।

সঞ্জয়ের হয়ে মামলা লড়তে এগিয়ে এলেন কোন আইনজীবী (RG Kar Case)?

শিয়ালদহ আদালতের তরফ থেকে রায় ঘোষণার পরেই সঞ্জয়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে রাজ্য। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিম্ন আদালতের রায়ে সন্তুষ্ট নন। তবে অন্যদিকে আইনজীবীদের একাংশের দাবি, সঞ্জয়কে ফাঁসানো হয়েছে। নিম্ন আদালতের রায়ে বহু জায়গায় ধোঁয়াশা ঠেকেছে। এবার সেই বিষয়টি তুলে ধরেই মামলা লড়তে এগিয়ে এসেছেন আইনজীবী যশ জালান।

আরজি কর কাণ্ডে (RG Kar Case) সঞ্জয় যখন গ্রেফতার হয়েছিলেন, তখন তাঁর হয়ে মামলা লড়তে চাননি কোনও আইনজীবী। শেষ অবধি লিগ্যাল এডের তরফ থেকে তাঁকে আইনজীবী দেওয়া হয়। সঞ্জয়কে যাতে মৃত্যুদণ্ড না দেওয়া হয় সেই জন্য গত সোমবার শিয়ালদহ আদালতে জোরালো সওয়াল করেন লিগ্যাল এড নিযুক্ত দুই আইনজীবী কবিতা সরকার এবং সেঁজুতি চক্রবর্তী। শেষ অবধি সঞ্জয়কে ফাঁসি দেওয়া হয়নি। তাঁকে আমৃত্যু কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দেন বিচারক অনির্বাণ দাস।

আরও পড়ুনঃ ‘রাজ্য সরকার…’! নেতাজিকে অসম্মানের অভিযোগ! চাঞ্চল্যকর মেসেজ ফাঁস করলেন শুভেন্দু

এরপরেই জানা গেল, সঞ্জয়ের হয়ে হাইকোর্টে ব্যক্তিগত মামলা করতে চাইলেন আইনজীবী যশ জালান। জানা যাচ্ছে, আইনজীবীদের একাংশের মতে, সঞ্জয়কে বাঁচিয়ে রাখা জরুরি। কারণ বিচারক দাসও বলেছিলেন, আসলে কী ঘটেছে সেটা সঞ্জয়ের থেকে ভালো আর কেউ জানেন না। সেক্ষেত্রে যদি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকে, তাহলে তাঁদের নাম জানার সবচেয়ে ভালো উপায় হলেন সঞ্জয়। আইনজীবীরা এমনটাই মনে করছেন বলে খবর।

RG Kar case Sealdah Court gave this punishment to Sanjay Roy

জানা যাচ্ছে, বুধবার হাইকোর্টে মামলা করতে হাজির হয়েছিলেন আইনজীবী যশ জালান এবং তাঁর সহযোগী। তাঁদের অভিযোগ, জেলে তাঁদের সঞ্জয় রায়ের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না (RG Kar Case)। এই নিয়ে আদালতে অভিযোগও জানিয়েছেন তিনি। তবে সূত্র মারফৎ জানা যাচ্ছে, আইনজীবী যশ জালান নন, বরং তাঁর সিনিয়র কোনও আইনজীবী হয়তো এই মামলা লড়তে পারেন। মৃত্যুদণ্ড বিরোধী কোনও স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) তরফ থেকে মামলা করা হতে পারে বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর