বাংলাহান্ট ডেস্ক : বড়সড় সঙ্কটের মুখে টাটা গোষ্ঠী (Tata Group-Share Market)। আজ সোমবার বড়সড় পতন হল এই গ্রুপের টাটা এলেক্সি সংস্থার শেয়ারে। এই নিয়ে টানা ষষ্ঠ সেশনে পড়ল শেয়ারের দাম। সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জে এক ধাক্কায় ০.৭৮ শতাংশ কমে ৫১৯৬.০৫ টাকায় পৌঁছেছে এই সংস্থার শেয়ার, যা কিনা ৫২ সপ্তাহে সর্বনিম্ন।
বড় পতন হয়েছে টাটা গ্রুপের (Tata Group-Share Market) এই শেয়ারে
টাটা গ্রুপের (Tata Group-Share Market) শেয়ার ২৫.৪ এর RSI সহ চার্টে ওভারসোল্ড হয়েছে। Tata Elxsi এর শেয়ার ৫ দিন, ১০ দিন, ২০ দিন, ৩০ দিন, ৫০ দিন, ১০০ দিন, ১৫০ দিন এবং ২০০ দিন এর মুভিং এভারেজের থেকে কমে লেনদেন করছে। উল্লেখ্য, Tata Elxsi (Tata Group-Share Market) এর শেয়ার চলতি বছরে ২৩ শতাংশ কমেছে। ছয় মাস এবং এক বছরে কমেছে ৩২ শতাংশ। গত ২০২৪ সালের ২৭ অগাস্ট লার্জ ক্যাপ স্টক পৌঁছেছিল ৫২ সপ্তাহের সর্বোচ্চ ৯০৮২.৯০ টাকায়।
কী বলছেন বিশেষজ্ঞরা: চলতি সেশনে আজ BSE তে স্টক খুলেছে ৫২৩৭.৩০ টাকায়। সংস্থার মোট ৯৬৮৬ টি শেয়ারের লেনদেন হয়েছিল যাতে ৫.০৬ কোটি টাকার টার্নওভার এসেছে। Tata Elxsi (Tata Group-Share Market) এর শেয়ারের এক বছরের বিটা রয়েছে ০.৯। বিশেষজ্ঞরা বলছেন, ৫৪০০ টাকার ঊর্দ্ধে একটি নির্ধারিত পদক্ষেপ ৫৬৫০ টাকার দিকে বৃদ্ধি করতে পারে। প্রত্যাশিত ট্রেডিং রেঞ্জ স্বল্পমেয়াদের জন্য ৫০০০ এবং ৫৬৫০ টাকার মাঝামাঝি হবে।
আরো পড়ুন : নিজের দেশেই “সরিয়ে দেওয়া”-র ছক! ভারতের তৎপরতায় প্রাণে বাঁচলেন বাংলাদেশের সেনাপ্রধান
এই সংস্থার লক্ষ্য: বিশেষজ্ঞরা এও বলছেন, Tata Elxsi (Tata Group-Share Market) ওভারসোল্ড রয়েছে, পাশাপাশি দৈনিক চার্টেও রয়েছে মন্দা। ৫১৩৩ টাকার সমর্থনের নীচে দৈনিক বন্ধ হলে ৪৭৮৫ টাকা পর্যন্ত লক্ষ্য হতে পারে। উল্লেখ্য, Tata Elxsi হল টাটা গ্রুপের (Tata Group-Share Market) হোল্ডিং কোম্পানি টাটা সন্স এর একটি সহায়ক সংস্থা। অটোমোবাইল, যোগাযোগ, সম্প্রচার থেকে স্বাস্থ্যসেবা সহ শিল্পক্ষেত্রে প্রযুক্তি এবং ডিজাইন পরিষেবা প্রদান করে থাকে।
আরো পড়ুন : কাটতে চলেছে খারাপ সময়? অবশেষে আদানির খুলল কপাল! পেলেন বড় স্বস্তি, ব্যাপারটা কী?
এই সংস্থার লক্ষ্য হল গ্রাহকদের ডিজাইন চিন্তাভাবনা, ক্লাউড, মোবিলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, AI এর মতো ডিজিটাল প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে পণ্য এবং পরিষেবাগুলিকে আবারও তৈরিতে সহায়তা করা।