চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিশেষ ছাড়! টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের জন্য বড় পদক্ষেপ BCCI-র

বাংলা হান্ট ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার ঠিক আগে ভারতীয় (India) ক্রিকেট দলের খেলোয়াড়রা বড় স্বস্তি পেয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত তার প্রত্যেকটি ম্যাচ খেলবে দুবাইতে। যে কারণে ইতিমধ্যেই টিম ইন্ডিয়া দুবাই পৌঁছে গিয়েছে। সেখানেই জোরদার অনুশীলনে ব্যস্ত দলের খেলোয়াড়রা।

টিম ইন্ডিয়ার (India) খেলোয়াড়দের জন্য বিশেষ ছাড় BCCI-র:

ঠিক এই আবহেই BCCI দলের খেলোয়াড়দের বড় উপহার দিয়েছে। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার খেলোয়াড়দের পরিবারের সদস্যরাও দুবাইতে উপস্থিত থাকতে পারেন। মূলত, টিম ইন্ডিয়ার (India) খেলোয়াড়দের তাঁদের পরিবারের সদস্যদের কাছে থাকার অনুমতি দেওয়া হয়েছে। তবে, এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দুবাইয়ে, শুধুমাত্র একটি ম্যাচেই খেলোয়াড়রা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে যেতে পারবেন।

এদিকে, BCCI-এর এই সিদ্ধান্ত খেলোয়াড়দের জন্য একটি বড় স্বস্তি হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। মিডিয়া রিপোর্ট অনুসারে, বোর্ড জানিয়েছে যে, কোনও ভারতীয় (India) খেলোয়াড় যদি তাঁর পরিবারকে দুবাইতে নিয়ে যেতে চান তবে তিনি শুধুমাত্র একটি ম্যাচের জন্য তা পারবেন।

আরও পড়ুন: অনেক হয়েছে! সাগরে আর নয় চিনের দাদাগিরি, দাপট দেখাতে প্রস্তুত ভারত

পরিবারের সদস্যরা একটি ম্যাচে থাকতে পারবেন: এরপর BCCI সূত্রকে উদ্ধৃত করে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, শুরুতে টিম ইন্ডিয়ার (India) কোনও খেলোয়াড় পরিবারের সঙ্গে যাননি। তবে, তাঁদের এখন পরিবারের সদস্যদের একটি ম্যাচের জন্য আমন্ত্রণ জানানোর অনুমতি দেওয়া হয়েছে। যদিও, বোর্ডের তরফে আরও বলা হয়েছে, এখনও পর্যন্ত কোনও খেলোয়াড়ই তাঁদের পরিবারকে দুবাইতে ডাকার অনুমতি চাননি।

আরও পড়ুন: “মধ্যরাতের সিদ্ধান্ত” অত্যন্ত “অপমানজনক”, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের প্রসঙ্গে গর্জে উঠলেন রাহুল

জানিয়ে রাখি যে, অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাস্কার ট্রফিতে টিম ইন্ডিয়ার (India) লজ্জাজনক হারের পর বোর্ড অত্যন্ত কঠোর হয়েছিল। শুধু তাই নয়, ওই শোচনীয় পরাজয়ের পর খেলোয়াড়দের বিষয়ে ১০ দফা নিয়ম নির্ধারণ করা হয়। যার মধ্যে একটি নিয়মে ভারতীয় খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের পরিবারদের সফরের বিষয়েও নিয়ম জারি করা হয়েছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর