বাংলাহান্ট ডেস্ক : মধ্যশিক্ষা পর্ষদ বড় আপডেট দিল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। গত ১৯শে মে প্রকাশিত হয় এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। সেদিন সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি বলেন, কোনও পরীক্ষার্থী যদি তার প্রাপ্ত নম্বর নিয়ে সন্তুষ্ট না হন তাহলে তিনি রিভিউ বা স্কুটিনির সুযোগ পাবেন। এই রিভিউ বা স্কুটিনির ফল মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশ করবে আগামী ৩০ শে জুন।
এর আগে মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) জানিয়েছিল রিভিউ বা স্কুটিনির ফল প্রকাশ করা হতে পারে জুন মাসে। এবার পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই খবর জানানো হল। পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগামী শুক্রবার পর্ষদ ভবনে একটি বৈঠকেরও ডাক দিয়েছেন। পরীক্ষার্থীরা আগামী ৩ জুলাই সংশোধিত মার্কশিট হাতে পাবেন।
এবার মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Pariksha) ফল প্রকাশের ৪২ দিনের মাথায় প্রকাশ করা হচ্ছে রিভিউ বা স্কুটিনির ফলাফল। পর্ষদ ফল প্রকাশের দিন জানিয়েছিল, যারা নিজেদের প্রাপ্ত নম্বর নিয়ে সন্তুষ্ট নন তারা রিভিউ বা স্কুটিনির জন্য আবেদন করতে পারেন বিদ্যালয় এর মারফতে। পাশাপাশি যারা অকৃতকার্য হয়েছেন তারাও একই প্রক্রিয়ায় উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারেন।
সূত্রের খবর, পর্ষদের কাছে রিভিউ বা স্কুটিনির জন্য জমা পড়েছে কয়েক হাজার আবেদন। গত বছর উত্তরপত্র পুনর্মূল্যায়নের পর বেশ কিছু পরীক্ষার্থীর নম্বর বৃদ্ধি পায়। এমনকি মেধা তালিকাতেও পরিবর্তন আসে। এই বছর সেই রকম কোনও পরিবর্তন হয় কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে শুক্রবার পর্যন্ত। পাশাপাশি উত্তরপত্র পরীক্ষায় যদি কোনও গাফিলতি থাকে তাহলে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে অতীতে ব্যবস্থা নিয়েছে পর্ষদ।