সুদূর আমেরিকা থেকে মিলল বিরাট সুখবর! ৮.৩৪ লক্ষ কোটি টাকার জ্যাকপট “কনফার্ম” মুকেশ আম্বানির

বাংলা হান্ট ডেস্ক: দেশের (India) সর্বশ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) ভারতের সবথেকে বড় কোম্পানি হিসেবে বিবেচিত হয়। বর্তমানে এই সংস্থাটি অত্যন্ত ভালো সময়ের মধ্যে রয়েছে। গতমাসেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ভ্যালুয়েশন ১.৮০ লক্ষ কোটি টাকারও বেশি বেড়েছে। ঠিক এই আবহেই এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য সুদূর আমেরিকা (America) থেকে বিরাট সুখবর এসেছে।

মূলত, গ্লোবাল ব্রোকারেজ ফার্ম মরগান স্ট্যানলি অনুমান করেছে যে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ভ্যালুয়েশন আগামী দিনে ৮.৩৪ লক্ষ কোটি টাকা বা ১০০ বিলিয়ন ডলার বাড়তে পারে। জানিয়ে রাখি যে, গত জুন মাসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ৯ শতাংশের বেশি বেড়েছে।

Big news for Mukesh Ambani.

৮.৩৪ লক্ষ কোটি টাকার লাভ: আমেরিকান ব্রোকারেজ ফার্ম মরগান স্ট্যানলি তাদের রিপোর্টে বলেছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চতুর্থ মনিটাইজেশন সাইকেল কোম্পানিটিকে ৬০ থেকে ১০০ বিলিয়ন ডলার অর্থাৎ ৫ থেকে ৮ লক্ষ কোটি টাকার বেশি বাড়িয়ে দিতে পারে। এর মানে হল শীঘ্রই কোম্পানির ভ্যালুয়েশন ২৭ থেকে ৩০ লক্ষ কোটি টাকায় পৌঁছে যেতে পারে। বর্তমানে কোম্পানির ভ্যালুয়েশন পৌঁছেছে ২১ লক্ষ কোটি টাকায়। অন্যদিকে, ব্রোকারেজ ফার্ম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারেরও মূল্যের লক্ষ্যমাত্রা বাড়িয়েছে। কোম্পানির মতে, রিলায়েন্সের শেয়ারের দাম ৩,৫৪০ টাকায় পৌঁছতে পারে।

আরও পড়ুন: সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! জুলাই মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির তালিকা

কোন সেক্টরে বৃদ্ধির অনুমান: মরগান স্ট্যানলির মায়াঙ্ক মহেশ্বরীর মতে, যদি ROCE ১০ শতাংশের বেশি থাকে, তাহলে নিউ এনার্জিতে বিনিয়োগ, রিটেল সেক্টরের সম্প্রসারণ এবং এনার্জি বিজনেস পরিকল্পনার কারণে আগামী কয়েক বছরের জন্য আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মর্গ্যান স্টারনলি ২০২৪ থেকে ২০২৭- এর অর্থবর্ষ পর্যন্ত একাধিক ভার্টিক্যাল ট্রিগার সহ ১২ শতাংশ EPS CAGR অনুমান করেছে। পাশাপাশি, ওই ব্রোকারেজ ফার্ম বিশ্বাস করে যে রিলায়েন্সের ROE পরবর্তীকাল তার কস্ট অফ ক্যাপিটাল এর তুলনায় বেশি হবে। কারণ সংস্থাটি ব্যবসার পাশাপাশি ক্যাপিটাল স্ট্রাকচারে পরিবর্তনের কারণে আরও লাভজনক, টেকসই এবং কম গ্রোথ মডেলে পরিণত হচ্ছে।

আরও পড়ুন: চিনের দিন এবার শেষ! “Made In india” স্মার্টফোন ঘুম ওড়াল পড়শি দেশের, বিরাট নজির ভারতের

শেয়ারের দাম: প্রসঙ্গত উল্লেখ্য যে, জুলাইয়ের প্রথম দিনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারে কিছুটা পতন হয়েছে। BSE-র তথ্য অনুসারে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার সোমবার ৩,১২৯.৯৫ টাকায় খুলেছিল। এদিকে, ট্রেডিং শেষে এই শেয়ার ০.৩৭ শতাংশ হ্রাস পেয়ে পৌঁছেছে ৩,১২০.৩৫ টাকায়। BSE-র তথ্য অনুসারে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপ হল ২১,০৭,২১২.৫১ কোটি টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর