PNB-র গ্রাহকদের জন্য বড় খবর! এই কারণে ৫০,০০০ টাকা দিচ্ছে ব্যাঙ্ক, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের অন্যতম জনপ্রিয় ব্যাঙ্ক হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank, PNB)। পাশাপাশি, ওই ব্যাঙ্কের তরফে গ্রাহকদের বিভিন্ন ধরণের সুবিধাও প্রদান করা হচ্ছে। সেই রেশ বজায় রেখেই এবার PNB দেশের কৃষকদের পুরো ৫০,০০০ টাকা দিচ্ছে বলে জানা গিয়েছে। মূলত, কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যেই সরকার ও ব্যাঙ্কের তরফে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। পাশাপাশি, ইতিমধ্যেই PNB এই প্রসঙ্গে টুইট করে বিস্তারিত তথ্য জানিয়েছে।

টুইট করেছে PNB: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক টুইটে লিখেছে যে, বর্তমানে সংশ্লিষ্ট ব্যাঙ্কটি কৃষকদের তৎকাল ঋণ প্রকল্পের সুবিধা দিচ্ছে। এই প্রকল্পের অধীনে, ব্যাঙ্ক কৃষকদের ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণের সুবিধা প্রদান করছে। পাশাপাশি, এর জন্য আপনাকে কোনো ধরণের গ্যারান্টি দিতে হবে না। এক্ষেত্রে শুধুমাত্র আপনাকে ব্যাঙ্কে কিছু নথি জমা দিতে হবে।

থাকতে হবে ২ বছরের ব্যাঙ্ক রেকর্ড: পাশাপাশি, ব্যাঙ্ক জানিয়েছে যে, এই সুবিধার জন্য কৃষকদের কমপক্ষে ২ বছরের ব্যাঙ্ক রেকর্ড থাকতে হবে। এছাড়াও, সংশ্লিষ্ট কৃষক বা কৃষক গোষ্ঠীর কাছে কিষাণ ক্রেডিট কার্ড থাকাও প্রয়োজন। মাথায় রাখতে হবে, যাঁদের ওই কার্ডটি রয়েছে কেবলমাত্র তাঁরাই এই সুবিধা পাবেন।

চেক করুন অফিসিয়াল লিঙ্ক: এমতাবস্থায়, ব্যাঙ্কের ঋণ সংক্রান্ত সুবিধা সম্পর্কে আরও তথ্যের জন্য, bit.ly/3oazLfm-এই অফিসিয়াল লিঙ্কে ক্লিক করতে হবে। উল্লেখ্য যে, বর্তমানে সরকার কৃষকদের আয় বাড়াতে সারা দেশে বিভিন্ন প্রকল্প চালাচ্ছে। যেগুলির মাধ্যমে প্রত্যক্ষভাবে সুবিধা মিলছে কৃষিকার্যে।

ব্যাঙ্কের এই প্রকল্পের বিশেষ বৈশিষ্ট্য:
১. এই ঋণ নিতে কৃষকদের কিছু বন্ধক রাখতে হবে না।
২. পাশাপাশি, কোনো ধরণের সার্ভিস চার্জও দিতে হবে না।
৩. কৃষকদের ঋণ পরিশোধের জন্য ৫ বছর পর্যন্ত সময় দেওয়া হবে।
৪. আপনি যদি এই ঋণের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনি PNB-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন।
৫. এছাড়াও, আপনি সংশ্লিষ্ট ব্যাঙ্কের নিকটতম শাখায়ও এই প্রসঙ্গে যোগাযোগ করতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর