চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের জন্য বড় দুঃসংবাদ! কপাল খুলল টিম ইন্ডিয়ার

বাংলা হান্ট ডেস্ক: আর ৩ দিনের মধ্যেই শুরু হতে চলেছে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। এদিকে, এই মেগা ইভেন্টের আগেই ICC-র সর্বশেষ ODI র‍্যাঙ্কিং সামনে এসেছে। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ICC ODI র‌্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। কারণ, ওই র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে এসেছে পাকিস্তান দল। তবে, র‌্যাঙ্কিংয়ে দাপট দেখিয়েছে ভারত (India)। জানিয়ে রাখি যে, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সম্প্রতি ত্রিদেশীয় ODI সিরিজ খেলেছে। ওই সিরিজে জয়লাভ করে নিউজিল্যান্ড।

ODI র‌্যাঙ্কিংয়ে দাপট ভারতের (India):

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের জন্য দুঃসংবাদ: এদিকে, এই ত্রিদেশীয় সিরিজে ফাইনালসহ ২ টি ম্যাচে পরাজিত হয়েছে পাকিস্তান। ২ টি ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড। এমতাবস্থায়, ত্রিদেশীয় সিরিজে ওই ২ ম্যাচ হারের পর ODI র‌্যাঙ্কিংয়ে বিরাট ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের আগে, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের ১১ রেটিং পয়েন্ট ছিল এবং তারা দ্বিতীয় অবস্থানে ছিল। কিন্তু ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচ হারার পর পাকিস্তানের রেটিং পয়েন্ট ১১১ রেটিং পয়েন্ট থেকে কমে ১০৭-এ নেমে এসেছে। যার ফলে তারা ODI র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে নেমে এসেছে।

Big news for Team India ahead of Champions Trophy.

বড়সড় স্বস্তি টিম ইন্ডিয়ার: ICC-র তরফে প্রকাশিত সর্বশেষ ODI র‍্যাঙ্কিংয়ে ভারত (India) ১১৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সম্প্রতি ঘরের মাঠে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। এমতাবস্থায়, ভারত এখন বিশ্বের এক নম্বর ODI দল হিসেবে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সফর শুরু করবে। এদিকে, সম্প্রতি ODI সিরিজে শ্রীলঙ্কার কাছে ২-০ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। তা সত্বেও ODI র‌্যাঙ্কিংয়ে ক্যাঙ্গারু দল লাভ করেছে। ODI র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া ১১১ রেটিং পয়েন্ট থেকে ১১০ রেটিং পয়েন্টে নেমে এসেছে। তবে, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের পতনের কারণে তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: আম্বানির দুর্ধর্ষ চমক! Jio Coin-এই লুকিয়ে “বড় রহস্য”, কীভাবে হবেন লাভবান?

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি: জানিয়ে রাখি যে, ICC চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত খেলা হবে। আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির সফর শুরু করবে ভারত (India)। এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের দুর্দান্ত ম্যাচটি আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে সম্পন্ন হবে। এছাড়াও, আগামী ২ মার্চ টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

আরও পড়ুন: মিলে যাচ্ছে সব হিসেব! চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় নিশ্চিত ভারতের? বড়সড় স্বস্তিতে রোহিত বাহিনী

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর গ্রুপ পর্বে ভারতের শিডিউল; (ভারতীয় সময়):
* ভারত বনাম বাংলাদেশ – ২০ ফেব্রুয়ারি, দুপুর ২ টো বেজে ৩০ মিনিটে খেলা, দুবাই
* ভারত বনাম পাকিস্তান – ২৩ ফেব্রুয়ারি, দুপুর ২ টো বেজে ৩০ মিনিটে খেলা, দুবাই
* ভারত বনাম নিউজিল্যান্ড- ২ মার্চ, দুপুর ২ টো বেজে ৩০ মিনিটে খেলা, দুবাই
* ৪ এবং ৫ মার্চ: সেমিফাইনাল
* ৯ মার্চ: ফাইনাল

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর