বাংলা হান্ট ডেস্ক: ২০২৪-এর T20 বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করছে টিম ইন্ডিয়া (India National Cricket Team)। ইতিমধ্যেই সুপার এইটের লড়াইতে ৩ টি ম্যাচেই জয় লাভ করে ভারত পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। এমতাবস্থায়, আগামী বৃহস্পতিবার গায়ানায় ইংল্যান্ডের (England) বিরুদ্ধে খেলতে নামবে রোহিত বাহিনী। তবে, তার আগেই এবার সামনে এল বড় আপডেট।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অর্থাৎ ভারত-ইংল্যান্ড ম্যাচে অন-ফিল্ড অফিসিয়ালদের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি এবং অস্ট্রেলিয়ার রডনি টাকার। পাশাপাশি, এটাও জানা গিয়েছে যে ৫১ বছর বয়সী ইংরেজ আম্পায়ার রিচার্ড কেটেলবোরোহ সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচে আম্পায়ারিং করবেন না। আর এই বিষয়টি সামনে আসতেই খুশির রেশ দেখা গিয়েছে ভারতীয় অনুরাগীদের মধ্যে।
জানিয়ে রাখি যে, কেটেলবোরোহকে অনেকেই ভারতের জন্য “আনলাকি” হিসেবে মনে করেন। এমতাবস্থায়, সেমিফাইনালে তিনি আম্পায়ারিং না করায় অনেকেই ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস। প্রসঙ্গত উল্লেখ্য, নিউজিল্যান্ডের জেফরি ক্রো দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: হেরে ভূত হয়ে এবার গলাবাজি! ভারতের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তুলে শিরোনামে পাকিস্তান
এদিকে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর তারুবায় সম্পন্ন হবে T20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। যেখানে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। ওই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ এবং ভারতের নীতিন মেনন।
আরও পড়ুন: চাঁদ থেকে এমন জিনিস নিয়ে এল চিন অবাক গোটা বিশ্ব! আমেরিকাকে পেছনে ফেলে তৈরি করল ইতিহাস
উল্লেখ্য যে, ইতিমধ্যেই সুপার এইটে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে সেমিফাইনালের পর্বে পৌঁছে ইতিহাস তৈরি করেছে আফগানিস্তান। এদিকে, প্রথমবারের মতো T20 বিশ্বকাপের ফাইনালে উঠতে চাইছে দক্ষিণ আফ্রিকাও। এমন পরিস্থিতিতে, T20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালটিও হতে চলেছে অত্যন্ত আকর্ষণীয়। জানিয়ে রাখি যে, প্রথম সেমিফাইনালে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন।