বড় খবর: আগামীকাল থেকেই রাজ্য জু্ড়ে পুরনো দামে ফিরতে চলেছে মদ

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক : করোনা সংক্রমণ রুখতে মার্চ মাস থেকে লকডাউন করা হয় গোটা দেশ। লকডাউনের ফলে রাজ্যজুড়ে মদের দোকান বন্ধ ছিল প্রায় তিন মাসের কাছাকাছি। তারপর আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর সময়ের সাথে সাথে অর্থনীতি বাড়াতে 30% অতিরিক্ত ট্যাক্স বাড়িয়ে মদের দোকান খোলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

কিন্তু দেখা গিয়েছিল, ৩০% শতাংশ অতিরিক্ত কর চাপাতে গিয়ে আখেরে ক্ষতির মুখে পড়তে হয়েছে সরকারকে। কারণ দাম বাড়ার সাথে সাথে মদের বিক্রি আগের তুলনায় কমে গিয়েছিল অনেক গুন।উল্লেখ্য, এর আগেই দিল্লির সরকার করোনা আবহে মদের ওপর চাপানো অতিরিক্ত 70 শতাংশ কর তুলে নেয়।

এবার সেই পথেই হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ। আবগারি দপ্তরের তরফ থেকেও মদের দাম কমানোর বিষয়ে চিন্তাভাবনা করার কথা জানানো হয়েছিল। সরকারি বিবৃতিতে জানানো না হলেও এক  ওয়াইন স্টোরের তরফ থেকে জানানো হয়েছে,আগামীকাল অর্থাৎ 14 ই সেপ্টেম্বর থেকে পুরোনো দামে ফিরতে চলেছে মদ।

সামনেই বিশ্বকর্মা, পুজো দুর্গা,কালীপূজো অর্থাৎ উৎসবের মরশুম।এই খবর যদি সত্যি হয় তাহলে পুজোর আগের সূরা প্রেমীদের জন্য এটি একটি বড় খবর।

সম্পর্কিত খবর

X