BIG NEWS ফের চীনকে ঝটকা দিল ভারত, চীনের সঙ্গে 900 কোটি টাকার চুক্তি বাতিল করলো হিরো সাইকেল

 

বাংলা হান্ট ডেস্ক : একেই চীন থেকে আগত করোনা ভাইরাস তছনছ করে দিয়েছে গোটা বিশ্বকে। তার ওপর কিছুদিন আগে আচমকাই লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী সম্পর্কে লিপ্ত হয় ভারত ও চীন। চীন ও ভারতের যুদ্ধের প্রাণ যায় কুড়িজন ভারতীয় জওয়ানের।

চীনের তরফ থেকেও একাধিকবার ভারতকে হুমকিও দেওয়া হয়। যদিও মোদি সরকারের তরফ থেকেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, মোদী জমানায় ভারতের দিকে চোখ তুলে তাইলে তার ফল হাড়ে হাড়ে বুঝতে হবে চীনকে।

Add a heading 17 1024x569 1

 

সীমান্তে উত্তেজনার মাঝেই গতকাল ভারত থেকে চীনের 59 টি অ্যাপ নিষিদ্ধ বলে ঘোষণা করে মোদি সরকার। কার্যত চীনকে ভাতে মারার কৌশল মোদি সরকারের। গত 15 জুন ভারত-চীন রক্তক্ষয়ী সংঘর্ষের পর বেইজিংকে বাণিজ্যিকভাবে কোণঠাসা করতে চাইছে মোদি সরকার এবার চীন থেকে বিদ্যুতের সরঞ্জাম আমদানি করা হবে না বলে চালিয়ে দিলেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং।

অতঃপর চীনকে কোণঠাসা করতে 900 কোটি বাণিজ্যিক চুক্তি বাতিল করল হিরো সাইকেল সংস্থার চেয়ারম্যান জানান, “আগামী তিন মাসে আমাদের চীনের সঙ্গে ৯০০ কোটি টাকার ব্যবসা করার কথা ছিল। কিন্তু সব পরিকল্পনা বাতিল করা হয়েছে। চীনা পণ্য বয়কট করতে আমরা অঙ্গীকারবদ্ধ।” ভারতের সাথে পাঙ্গা নেওয়ার পর এবার হারে হারে ভোগ করতে চলেছে চীন।

Udayan Biswas

সম্পর্কিত খবর