বাংলা হান্ট ডেস্ক: করোনা আবহের মধ্যেই আচমকাই রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় ভারত ও চীন। সম্প্রতি চীনের 59 টি জনপ্রিয় অ্যাপকে ভারতে নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীর নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন নরেন্দ্র মোদি।
কিছু মানুষ মোদি সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করলেও বলা যেতে পারে বেশিরভাগ ভারতীয়ই এই সিদ্ধান্তে পাশে ছিল মোদি সরকারের। এবার ফেসবুক, ইনস্টাগ্রাম সহ 89 টি অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় সেনায়। নিরাপত্তা ও তথ্য পাচার রুখতে এই সর্তকতা জারি করা হয়েছে।
সোশ্যাল মিডিয়া ছাড়াও এই অ্যাপের তালিকায় রয়েছে ই কমার্স ও ডেটিং অ্যাপ। সেনাবাহিনীর নির্দেশিকা অনুযায়ী, নিরাপত্তা জেরে আগামী 15 জুলাইয়ের মধ্যে এই 89 টি অ্যাপ ডিলিট করার আর্জি জানিয়েছেন।যদি কেউ কথার অন্যথা করে সেক্ষেত্রে কড়া শাস্তি হওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।