একজনেরও চাকরি যাবে না, আর না নতুন ভর্তি কমানো হবে! ঘোষণা ভারতীয় রেলের

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় রেলের (Indian railways) ডিজি আনন্দ এস খাতি প্রেস কনফারেন্সে বলেন, রেলে না কারোর চাকরি যাবে আর না নতুন করে ভর্তি প্রক্রিয়া কমবে। উনি বলেন, ট্রেনের সঞ্চালনের জন্য প্রয়োজনীয় যেকোন সুরক্ষা শ্রেণীর চাকরি স্যারেন্ডার করা হবে না। নতুন রেলওয়ে অবকাঠামোগত প্রকল্পগুলির জন্য সুরক্ষা-বহির্ভূত শূন্যপদগুলি স্যারেন্ডার হলে আরও সুরক্ষা শূন্যপদ তৈরি করতে সহায়তা হবে। রেলওয়েতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির ফলে নতুন স্ট্রাকচার হচ্ছে। আর এরফলে সংশাধন গুলোর সঠিক ভাবে ব্যবহার হওয়া খুব দরকার। আর এই কারণে বিভিন্ন শ্রেণীর পদের জন্য আগে থেকেই চলা সমস্ত ভর্তি অভিযান জারি থাকবে। রেলওয়েতে কারোর চাকরি যাবেনা।

রেলের ৬৫ শতাংশ খরচ কর্মচারীদের বেতন আর পেনশনে যায়। উনি বলেন, ২০১৯ এ যেই ১,৪৬,৬৪০ পদের জন্য ভর্তির প্রসেস শুরু করা হয়েছিল সেগুলো এখনো জারি আছে। সেগুলোর মধ্যে কোন বদল আনা হবেনা। কিন্তু ৬৮ হাজার নন সেফটি ক্যাটাগরিতে ভর্তি বাকি আছে। এগুলোর সমীক্ষা করা হবে। আপনাদের জানিয়ে দিই, মার্চ মাস থেকে দেশজুড়ে লাগু লকডাউনের ফলে রেলওয়ের অনেক ক্ষতি হয়েছে।

রেলওয়ে আগামী ১২ই আগস্ট পর্যন্ত সমস্ত ট্রেনের সঞ্চালনও বন্ধ রেখেছে। আর এই কারণে রেল নিজের খরচে কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে, এরফলে নতুন ভর্তি আপাতর স্থগিত আর পুরনো ভর্তি গুলোর সমীক্ষা করা হচ্ছে।

শুক্রবার বেশকয়েকটি মিডিয়া থেকে খবর পাওয়া যাচ্ছে যে, ভারতীয় রেল সেফটি বাদে সমস্ত নতুন পদের জন্য আবেদন বন্ধ করে দিয়েছে। আগামী নির্দেশ পর্যন্ত আপাতত নতুন কোন ভর্তি হবেনা। আরেকদিকে, মন্ত্রালয় দ্বারা প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিগত দুই বছরে খালি পদের জন্য ভর্তির সমীক্ষা করা হবে, সেফটি ক্যাটাগরি বাদে ৫০ শতাংশ পদের জন্য ভর্তি নেওয়া হবে না।

 


Koushik Dutta

সম্পর্কিত খবর