বাংলা হান্ট ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে জোর তরজা অব্যাহত। মহারাষ্ট্রের মহানাটক শেষের পর থেকে সংসদের শীতকালীন অধিবেশনে শুধুই এখন ক্যাব ও এনআরসি নিয়ে নতুন নতুন নাটক চলছে। সোমবার টানা কয়েকঘন্টা লড়াইয়ের পর লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। অপেক্ষা ছিল রাজ্যসভায় সিলমোহর পাওয়া নিয়ে। কিন্তু তাও হয়েছে অবশেষে।
বুধবার রাত পৌনে নটা নাগাদ রাজ্য সভা অর্থাত্ সংসদের উচ্চকক্ষে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনেক জল্পনা, বিতর্ক ও বাদ বিবাদের সত্তেও এদিন বিজেপি সরকারের পক্ষে নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫টি। অর্থাত্ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। কিন্তু এই বিল নিয়ে কংগ্রেসের তরফেই আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানানো হয়েছিল।
তবে এবার কয়েক ধাপ এগিয়ে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হল ইন্ডিয়ান মুসলিম লিগ। প্রথম থেকেই বিলে মুসলিমদের কেন বাদ দেওয়া হয়েছে, এ নিয়ে অনেক প্রশ্ন ছিল। এমনকি হিন্দু ও মুসলিমদের মধ্যে অদৃশ্য বিভাজন তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ তোলা হয়েছিল। তবে এবার বুধবার বিল পাশের সঙ্গে সঙ্গে আদালতের দ্বারস্থ হয়েছে মুসলিম লিগ।
এই বিল সংবিধানের মৌলিক অধিকারের বিরোধী তাই বিলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানানো হয়েছে,বিলের বিরুদ্ধে মামলা লড়বে সুপ্রিম কোর্টের আইনজীবি কপিল সিব্বল। কেন শুধু মাত্র ছয়টি হিন্দু সম্প্রদায়কে বেছে বেছে নাগরিকত্ব দেওয়া হবে, দেশের সংবিধানে তো সকলের সমানাধিকার।
যদিও এই প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন মূলত বাংলাদেশ, আফগানিস্থান ওপাকিস্তানে সংখ্যালঘু হিন্দুরা তাই বিলে হিন্দুদের কথা উল্লেখ নেই। কিন্তু তাতেও নিজেদ অধিকার ছেড়ে দিতে নারাজ মুসলিম লিগ। যেহেতু নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের লক্ষ লক্ষ কিন্তু যাঁরা কমপক্ষে পাঁচ বছর ভারতে বসবাস করছেন তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে
আর এই প্রসঙ্গে বলতে গিয়ে আফগানিস্তান পাকিস্তান ও বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেন অমিত। তাই এ দিন নাগরিকত্ব সংশোধনী বিলের সপক্ষে যুক্তি সাজাতে এ দেশের মুসলিমরা সুরক্ষিত থাকবেন বলে জানান পাশাপাশি তাঁরা এ দেশের নাগরিক ছিলেন এবং থাকবেন।