বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু হওয়ার আগেই ওয়েস্ট ইন্ডিজ (West Indies) টিম বড়সড় ঝটকা খেল। পাকিস্তান সফরে পৌঁছন ক্যারিবিয়ান টিমের তিন ক্রিকেটার সহ এক স্টাফ মেম্বার করোনায় আক্রান্ত হয়েছে। সবার করোনার পরীক্ষার পর ওয়েস্ট ইন্ডিজ বোর্ড এই কথা স্বীকার করেছে। তাঁরা জানিয়েছে যে, দলের ৪ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। তাঁদের সবাইকে একান্তবাসে রাখা হবে। বলে দিই, ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের মধ্যে আগামীকাল সোমবার প্রথম টি-২০ ম্যাচ খেলা হতে চলেছে।
ওয়েস্ট ইন্ডিজ দলের যেই প্লেয়াররা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে একজন বামহাতি জোরে বোলার শেলডন কট্রিল, অলরাউন্ডার রোস্টন চেজ আর কাইল মেয়ার্স রয়েছেন। এছাড়াও টিম ম্যানেজমেন্টের এক সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন। সবাইয়ের করোনা পরীক্ষা পাকিস্তানের করাচিতে করা হয়েছে।
Chase, Cottrell and Mayers unavailable for T20I Series in Pakistan after COVID-19 positive tests | Read More: https://t.co/bYHZ27FrrL
— Windies Cricket (@windiescricket) December 11, 2021
করোনায় আক্রান্ত হওয়ার পর এদের আগামীকাল হতে চলা ম্যাচে আর মাঠে নামানো হচ্ছে না। তবে, আশঙ্কা কিছুটা থেকেই যাচ্ছে। কারণ, এর আগে ভারত যখন ইংল্যান্ডের সফরে গিয়েছিল, তখন ভারতের কোচ এবং একজন সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হওয়ার পর সিরিজের লাস্ট টেস্ট রদ হয়ে গিয়েছিল। এখন প্রশ্ন উঠছে যে, এবার কী তবে ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সিরিজ রদ হবে?
উল্লেখ্য, এর আগে পাকিস্তানে যাওয়া নিউজিল্যান্ড দল আচমকাই সফর রদ করে দেশে ফিরে যায়। নিরাপত্তার কারণ দেখিয়ে নিউজিল্যান্ড তাঁদের সফর রদ করে। নিউজিল্যান্ডের সফর রদের পর পাকিস্তান বড়সড় ঝটকা খায়। কারণ, বহুবছর পর পাকিস্তানে আন্তর্জাতিক সিরিজ হতে চলেছিল, আর সেই সিরিজ শুরুর আগে রদ হয়ে যায়।
নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডও তাঁদের পাকিস্তান সফর রদ করে দেয় একই কারণ দেখিয়ে। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে আখ্যা দেয়। দুই দেশের সিরিজ রদ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে আশা দেখছে পাকিস্তান। আর এর মধ্যে ক্যারিবিয়ান দলের সদস্যদের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসায় ফের আশঙ্কার মেঘ ঘনিয়েছে।