বড় খবরঃ ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্মুখীন সংসদ ভবন, ৬ তলায় দাউ দাউ করে জ্বলছিল আগুনের শিখা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সোমবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডের সম্মুখীন হল সংসদ ভবন (Parliament House.)। আচমকাই আগুন লেগে যায় সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে (Annexe Building) আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৭ টি ইঞ্জিন।

অ্যানেক্স বিল্ডিংয়ের ৬ নম্বর তলায় আগুন লাগার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সংসদ ভবন চত্বরে। প্রাথমিক অনুমান থেকে জানা গেছে  শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। প্রথমে ৫টি ইঞ্জিন এবং পরবর্তীতে আরও ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়। যুদ্ধকালীন তৎপরতায় ঝাঁপিয়ে পড়ে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।

করোনার জেরে জারী হওয়া লকডাউনের মধ্যে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন স্থগিত রয়েছে। তবে সঠিক কিভাবে আগুন লাগল, তাঁর তদন্ত চলছে। তবে এখনও অবধি কোন হতাহতের খবর নেই।

X