Sponsored- আজকের দিনে একান্নবর্তী পরিবার আর খুব একটা দেখা যায় না। সকলেই যে যার মত অফিস কাছারি নিয়ে ব্যস্ত থাকায়, ধীরে ধীরে সেই যৌথ পরিবার ভেঙ্গে গিয়ে নিউক্লিয়ার পরিবারের সংখ্যা বেড়েছে। পরিবার যখন বাড়ছে তখন নতুন বাড়িরও প্রয়োজন হয়ে পড়ছে। কিন্তু আজকের এই দুর্মূল্যের বাজারে সাধ্যের মধ্যে ফ্ল্যাট খুঁজতে গিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।
সেরকমই এক নব দম্পতি সোমা ও রাহুল, বিয়ের পর চাকরির প্রয়োজনে নিজেদের আলাদা সংসার পাতার চিন্তা ভাবনা করে। একটা কোম্পানিতে চাকরি করে রাহুল আর সোমা একজন প্রাইমারী স্কুলের শিক্ষিকা। একটা বড় কমপ্লেক্সে ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখেও, তাদের সাধ্য যেন সাধের সামনে বাধা হয়ে দাঁড়ায়। অগত্যা চারতলা বাড়ির একটা ফ্ল্যাটে তারা ভাড়ায় নিজেদের নতুন সংসার শুরু করে। আকাশ ছোঁয়া দামের কথা ভেবে, আর স্বপ্ন পূরণের দিশা খুঁজে পায় না তারা।
হঠাৎ একদিন তাদের সোলারিস সিটি শ্রীরামপুরের খোঁজ দিল সোমার এক বন্ধু। ইডেন রিয়েলটির তৈরি 1BHK, 2BHK ও 3BHK ফ্ল্যাটের GST সহ দাম পড়ছে 10.37 লক্ষ থেকে 23.60 লক্ষ টাকার মধ্যে। পাশাপাশি ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে থাকছে আকর্ষণীয় EMI এর সুবিধা। উপরি হিসাবে প্রথমবার বাড়ি কেনার সুবাদে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 2.67 লাখ টাকা পর্যন্ত ছাড়ও পাওয়া যাবে।
সোলারিস সিটি শ্রীরামপুর
Flat Type | EMI from | EMI after CLSS Subsidy from |
1BHK | ₹ 6,450 | ₹ 4,350 |
2BHK | ₹ 10,000 | ₹ 7,900 |
3BHK | ₹ 14,650 | ₹ 12,500 |
অফারটা পেয়েই ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে উঠল সোমা ও রাহুলের। ওই এলাকা থেকে তাদের দুজনের কাজের জায়গাও কাছাকাছি হওয়ায় এবং সাধ্যের মধ্যে হওয়ায় বিন্দুমাত্র দেরি করল না তারা। প্রোজেক্টের ব্যাপারে বিশদ জানতে কল করে যাবতীয় সুযোগ সুবিধা সম্বন্ধে জেনে তারা আনন্দে আত্মহারা হয়ে যায়। সিদ্ধান্ত নিল পরের দিনই ফ্ল্যাট বুক করবে।
অন্যদিকে এই অফার পেয়ে রাহুলের অফিস কলিগ শুভাশিসও বেশ আগ্রহী হয়ে পড়ে সোলারিস জোকা প্রোজেক্টের জন্য। কারণ দক্ষিণ কলকাতার বেহালা, ঠাকুরপুকুর ও জোকার দিকেই শুভাশিসের বেশিরভাগ আত্মীয় স্বজন থাকেন। এদিকে আবার সোলারিস জোকায় 1 BHK ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে। তবে 2BHK ও 3BHK ফ্ল্যাটের দাম GST সহ 18.10 লক্ষ থেকে 26 লক্ষ টাকার মধ্যেই রয়েছে। আবার ব্যাঙ্ক লোন নিলেও পেয়ে যাবে আকর্ষণীয় EMI এর সুবিধা।
সোলারিস জোকা
Flat Type | EMI from |
2BHK | 11250 |
3BHK | 16500 |
তাই আর বেশি দেরি করল না শুভাশিস। বিস্তারিত জেনে পরের দিনই বুক করল তাঁর পছন্দের বাড়ি। নিজের বাকি জীবনটা সুখে শান্তিতে কাটানোর জন্য রাহুল, সোমা ও শুভাশিসের মতো অনেকেই তাদের স্বপ্নের বাড়ি খুঁজে পেয়েছেন। স্বপ্নের বাড়িতে প্রবেশ করে ধন্যবাদও জানিয়েছেন তারা সোলারিস ও ইডেন রিয়েলটিকে। এখনও কেন ভাবছেন? শীঘ্রই যোগাযোগ করুন। আরও জানতে এই লিংক ক্লিক করুন।