বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় সময় রবিবার দুপুরে একগুচ্ছ কর্মসূচি নিয়ে লন্ডন পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর এই লন্ডন সফর ঘিরে এই মুহূর্তে বঙ্গবাসীর কৌতূহল রয়েছে তুঙ্গে। তাই প্রত্যেকের জন্য মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের শুরু থেকেই খুঁটিনাটি প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছেন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী কুণাল ঘোষ।
বাংলায় কোন কোন শিল্প আনার ব্যাপারে আশাবাদী মমতা (Mamata Banerjee)
লন্ডন পৌঁছানোর পর হাইড পার্ক সংলগ্ন এলাকায় সদলবলে রয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আগামী কয়েক দিন হাতে ঠাসা কর্মসূচি তাঁর। লন্ডনে পৌঁছানোর পর ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠানের যোগ দিয়েছিলেন মমতা। আর আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার ব্রিটিশ বণিকসভার শিল্পপতিদের সঙ্গে বাণিজ্য সম্মেলন রয়েছে তাঁর। জানা যাচ্ছে এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন মুখাসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর অফ সিকিওরিটি পীযূষ পান্ডে-সহ অন্যান্যরা।
ব্রিটেনের ওই বাণিজ্য সম্মেলন থেকেই লগ্নির জোয়ার আসতে পারে বাংলায়। প্রসঙ্গত এখানে বলে রাখি গত ফেব্রুয়ারি মাসে কলকাতায় অনুষ্ঠিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অন্যতম অংশীদার ব্রিটেন। ওই বাণিজ্য সম্মেলন থেকে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন ব্রিটেনের শিল্পপতিরা। এদিনের বৈঠকেও থাকছেন তাঁরা। তাই এবার লগ্নি প্রস্তাব বাস্তবায়িত হওয়া একপ্রকার নিশ্চিত।
সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা কুণাল ঘোষ আজ জানালেন এই বাণিজ্য সম্মেলন থেকে বাংলায় কোন কোন শিল্পক্ষেত্রে লগ্নি আসতে পারে তার সম্ভাব্য তালিকা। কুণাল ঘোষের করা ফেসবুক পোস্ট অনুযায়ী লন্ডনে বিশ্ব বাংলা কাউন্টার খোলার ব্যাপারে উদ্যোগী হতে চলেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁর লক্ষ্য এদিনের বৈঠকে এআই (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স) থেকে বস্ত্রশিল্প, হস্তশিল্প, পর্যটনশিল্পে লগ্নি আনা।
আরও পড়ুন: শিল্প আসবে বাংলায়? লন্ডনে মমতার বাণিজ্য সম্মেলন নিয়ে আশা জাগালেন কুণাল
আলোচনা হবে বাংলার বিভিন্ন উৎপাদন, হস্তশিল্প থেকে আম, লিচু, মিষ্টি, বা পোশাক, চর্মশিল্পসহ নানা প্রোডাক্ট-এর এখানে বাজার বাড়ানোর ব্যাপারে। এছাড়াও আই টি থেকে শুরু করে নির্দিষ্ট কিছু শিল্পে, ব্রিটেন থেকে লগ্নি বাড়ানো হবে বাংলায়। কুণাল জানিয়েছেন আজকের বাণিজ্য সম্মেলনে উঠে আসবে ট্রাডিশনাল শিল্পের পাশাপাশি সংস্কৃতি, খেলা, পর্যটনের গুরুত্ব। সব ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই বাংলায় এখানকার সংস্থার প্রতিনিধিদল যাবেন বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বাংলা-লন্ডনের পুরনো ঐতিহাসিক যোগাযোগকে কাজে লাগিয়ে আজকের সময়োপযোগীভাবে বাংলায় লগ্নি, পর্যটক টানতে ব্যবহার করতে চান বলে জানিয়েছেন তিনি।
জানা যাচ্ছে আজ এবং আগামীকাল ব্রিটেনের ওই শিল্প বৈঠকে মূলত বিভিন্ন বিষয়ের লগ্নি সংক্রান্ত আলোচনা হতে চলেছে। এছাড়া বৃহস্পতিবার ঐতিহাসিক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ‘বাংলার নারী ক্ষমতায়ন ও সাফল্য’ নিয়ে বক্তৃতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।