বাংলাহান্ট ডেস্কঃ আইপিএল (IPL- Indian premier Leauge) শুরু হওয়ার কয়েক মাস আগে আইপিএলের টাইটেল স্পনসর থেকে সরে দাঁড়িয়েছিল চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। ভিভো সরে যাওয়ায় প্রথমে কিছুটা ধাক্কা লাগলেও আইপিএলের নতুন টাইটেল স্পনসর খুঁজে নিয়েছে বিসিসিআই। আইপিএলের নতুন টাইটেল স্পনসর হিসেবে যোগদান করেছে ‘ড্রিম ইলেভেন।’ তবে ফের ধাক্কা খেলো বিসিসিআই, এবার কোটি টাকার স্পনসর সরে দাঁড়ালো আইপিএল থেকে। আইপিএলের স্পন্সরশিপ থেকে সরে দাঁড়ালো রিটেল জায়ান্ট সংস্থা ফিউচার গ্রুপ।
জানা গিয়েছে করোনার কারণে আর্থিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে এই রিটেল সংস্থা। আর তাই আর্থিক অবস্থার উন্নতি ফেরাতে এই বছর আইপিএল থেকে সরে দাঁড়ালো এই ফিউচার গ্রুপ। জানা গেছে এর ফলে আইপিএলের নতুন স্পনসর হিসেবে যোগদান করলো এডুকেশন টেকনোলজি সংস্থান আনঅ্যাকাডেমি।
বিসিসিআই সূত্রে জানানো হয়েছে আইপিএলের টাইটেল স্পনসর পার্টনারশিপ থেকে ফিউচার গ্রুপ সরে যাওয়ায় আনঅ্যাকাডেমিকে সেই তালিকায় যুক্ত করা হল। উল্লেখ্য, আইপিএলের টাইটেল স্পনসরের দৌড়েও ছিল আনঅ্যাকাডেমি। কিন্তু শেষ পর্যন্ত 222 কোটি টাকার চুক্তিতে বাজিমাত করে ড্রিম ইলেভেন।