পয়গম্বরকে নিয়ে বিতর্কটি মন্তব্যে স্বস্তি পেলেন নূপুর শর্মা, বড় রায় সুপ্রিম কোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ পয়গম্বর বিতর্কে অবশেষে বড়সড় স্বস্তি পেলেন প্রাক্তন বিজেপি (BJP) মুখপাত্র নূপুর শর্মা (Nupur Sharma)। পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য আর তার জেরেই অতীতে গোটা দেশজুড়ে প্রতিবাদ এবং বিক্ষোভের সাক্ষী থাকে দেশবাসী। ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে সম্প্রীতি নষ্টের অভিযোগে নূপুর শর্মার বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক এফআইআর দায়ের করা হয়। সম্প্রতি সেই সকল মামলাগুলিকে একসঙ্গে নিয়ে আসার দাবি জানিয়ে উচ্চ আদালতের নিকট হাজির হন প্রাক্তন বিজেপি নেত্রী আর অবশেষে এদিন নূপুর শর্মার সেই আবেদনেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

সুপ্রিম কোর্টের নির্দেশ, গোটা দেশজুড়ে নূপুর শর্মার বিরুদ্ধে যে সকল মামলা দায়ের করা হয়েছে, তা একসঙ্গে নিয়ে আসতে হবে।” অর্থাৎ বাংলা, মহারাষ্ট্র কিংবা উত্তরপ্রদেশের বিভিন্ন থানায় আর হাজিরা দিতে হবে না প্রাক্তন বিজেপি মুখপাত্রকে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর এবার নূপুর শর্মার বিরুদ্ধে সকল মামলার তদন্ত সামলাবে দিল্লি পুলিশ। সূত্রের খবর, সম্প্রতি নূপুরের বিরুদ্ধে একের পর এক মৃত্যুর হুমকি উঠে আসার কারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন নূপুর শর্মা। পরবর্তীতে তাঁকে পদ থেকে সরানো হলেও দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। আন্তর্জাতিক ক্ষেত্রের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে নামে বহু মানুষ। সেই আঁচ এসে পৌঁছায় বাংলাতেও। রাজস্থান ও উত্তর প্রদেশের পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তেও পুলিশের গাড়ি জ্বালানো থেকে শুরু করে বাড়ি ভাঙচুরের মতো ভয়াবহ বিক্ষোভের সাক্ষী থাকে মানুষ। পরবর্তীতে বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্তের থানায় নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এর বিরুদ্ধেই সম্প্রতি উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি।

nupur bjp

প্রসঙ্গত, অতীতে সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন গোটা দেশজুড়ে হিংসার ঘটনার জন্য প্রধানত নূপুরকেই দায়ী করা হয়। তবে এদিন অবশেষে বড়সড় স্বস্তি পেলেন প্রাক্তন বিজেপি নেত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এবার গোটা দেশ জুড়ে করা সকল অভিযোগ একসঙ্গে নিয়ে আসতে হবে এবং সেই সকল অভিযোগের তদন্ত চালাবে দিল্লি পুলিশ। মনে করা হচ্ছে, যেভাবে পয়গম্বর বিতর্কে একের পর এক মৃত্যুর হুমকি পেয়ে চলেছেন নূপুর, সেই দিকটি খতিয়ে দেখেই এদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এহেন নির্দেশ দেওয়া হয়েছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর