২৬,০০০ চাকরি বাতিল কাণ্ডে বড় স্বস্তি রাজ্যের! এবার বিরাট নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ একধাক্কায় বাতিল হয়েছিল প্রায় ২৬,০০০ চাকরি (SSC Recruitment Scam)। দুর্নীতির কারণে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। যার জেরে চাকরিহারা হয়ে পড়েন ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। গত এক মাসে এই মামলায় একাধিক মোড় এসেছে। এবার যেমন বড় রায় দিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। যাতে সাময়িক স্বস্তি পেয়েছে রাজ্য।

২৬,০০০ কাণ্ডে (SSC Recruitment Scam) কী নির্দেশ দিল হাইকোর্ট?

দুর্নীতির কারণে গত বছরই ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বদল এনে সেই নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই যারা ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত হয়েছে, তাঁদের বেতন ফেরানো সহ বেশ কিছু নির্দেশ দেয় শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের নির্দেশগুলি কেন কার্যকর করা হচ্ছে না? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানিতে স্কুল শিক্ষা দফতর জানায়, মামলা দায়ের করতে হলে শীর্ষ আদালতে করতে হবে। পাল্টা আবেদনকারীদের মধ্যে সিনিয়র আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) বলেন, নির্দেশের বিষয়বস্তুর ওপর ব্যাপক অর্থে কোনও বদল আসেনি, উচ্চ আদালতের রায়ের মূল উদ্দেশে কোনও বদল করেনি সুপ্রিম কোর্ট। সেই জন্য হাইকোর্টে এই মামলা করতে সমস্যা নেই।

আরও পড়ুনঃ ‘আর কারোর সিঁদুর যেন না মোছে’! ভারত ‘জবাব’ দিতেই কান্নায় ভেঙে পড়লেন কাশ্মীরে নিহত বিতানের স্ত্রী

যদিও এই দাবি গ্রহণ করল না উচ্চ আদালত। বুধবার বিচারপতি দেবাংশু বসাক (Justice Debangshu Basak) ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানাল, এই বিষয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। চাকরি বাতিল হওয়ার পর চিহ্নিত অযোগ্যদের মাইনে ও উত্তরপত্র সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে।

SSC recruitment scam fair candidates are going to Calcutta High Court

সেই সঙ্গেই পরিষ্কার জানানো হয়, রাজ্যের আর্জি সঠিক। কলকাতা হাইকোর্টের এই মামলা শোনার এক্তিয়ার নেই। বিচারপতি বসাক ও বিচারপতি রশিদির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, উচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্ট যেহেতু কিছু রদবদল করেছে, সেই জন্য হাইকোর্ট এই মামলায় হস্তক্ষেপ করতে পারে না।

উল্লেখ্য, এপ্রিল মাসের শুরুতেই ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপর মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিয়ে শিক্ষকদের সাময়িক স্বস্তি দিয়েছে আদালত। শিক্ষাকর্মীদের পাশে দাঁড়িয়ে মাসিক ভাতার ঘোষণা করেছে রাজ্য। এই আবহে চাকরি বাতিল কাণ্ডে আদালত অবমাননার মামলায় বড় রায় দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এর ফলে বড়সড় স্বস্তি পেল রাজ্য।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X