বাংলা হান্ট ডেস্কঃ পেনশনের টাকায় সংসার চলে এদেশের বহু মানুষের। চাকরি থেকে অবসর গ্রহণের পর পেনশনের (Pension) টাকার ওপর নির্ভরশীল হয়ে পড়েন অনেকে। গত ১ জানুয়ারি থেকে এই পেনশনের নিয়মেই বড় বদল আনা হয়েছে। এর ফলে পেনশন তোলার ঝক্কি একধাক্কায় অনেকটা কমে গেল বলে মনে করা হচ্ছে।
পেনশনের (Pension) কোন নিয়মে বদল এসেছে?
প্রত্যেক মাসের শুরুতেই বেশ কিছু নিয়মে বদল আসে। ব্যাঙ্ক থেকে শুরু করে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম, একাধিক জিনিসে পরিবর্তন চোখে পড়ে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে যেমন পেনশনের একটি নিয়মে বদল এসেছে। এবার থেকে পেনশন তুলতে আর দূরের ব্যাঙ্কে যেতে হবে না। যে কোনও ব্যাঙ্ক (Bank) থেকেই সেই টাকা তোলা যাবে।
জানা যাচ্ছে, ইপিএফ তথা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (Employees’ Provident Fund) অছি পরিষদ পেনশনের টাকা তোলা নিয়ে একটি সুপারিশ করেছিল। সেখানে বলা হয়েছিল, পিএফের পেনশনের টাকা যে কোনও ব্যাঙ্ক থেকে তোলা যাবে। এবার সেই নিয়মই কার্যকর হয়েছে। এর ফলে যাদের বাড়ি কর্মস্থল থেকে দূরে এবং অবসর গ্রহণের পর অন্য স্থানে গিয়ে প্রকল্পের সুবিধা নিতে হবে, তাঁদের সবচেয়ে বেশি সুবিধা হবে।
আরও পড়ুনঃ হাতে মাত্র ৪ দিন সময়! রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের! কোন মামলায়?
এতদিন অবধি এই সকল ক্ষেত্রে গ্রাহককে একটি আঞ্চলিক দফতর থেকে আরেকটি আঞ্চলিক দফতরে পেনশন পেমেন্ট অর্ডার (Pension Payment Order) তথা পিপিও নিয়ে যেতে হতো। তবে এবার আর সেই ঝক্কি পোহাতে হবে না। পেনশন ব্যবস্থা কেন্দ্রীয়ভাবে পরিচালিত হওয়ার কারণে গ্রাহকদের অনেকখানি সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও রিপোর্ট থেকে জানা যাচ্ছে, কেন্দ্রের তরফ থেকে সেন্ট্রাল পেনশন পেমেন্ট সিস্টেম (Central Pension Payment System) আনা হয়েছে। এর ফলে ব্যাঙ্ক কিংবা ব্যাঙ্কের শাখা বদল করলেও গ্রাহকদের পেনশন (Pension) পেতে কোনও সমস্যা হবে না। যে কোনও ব্যাঙ্ক থেকে পেনশনের টাকা তুলতে পারবেন পেনশনভোগীরা। জানা যাচ্ছে, কেন্দ্রের এই নতুন নিয়মের ফলে এদেশের প্রায় ৭৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।