চোটের জন্য বাদ তারকা অলরাউন্ডার! বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ঝটকা পাকিস্তানে

বাংলা হান্ট ডেস্ক: শুরু হয়ে গিয়েছে T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। ক্রিকেটের জনপ্রিয় এই মেগা টুর্নামেন্টে ভারতীয় দল (India National Cricket Team) সফর শুরু করবে ৫ জুন অর্থাৎ আজ। মূলত, রোহিত বাহিনী আজ মাঠে নামবে আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে। তবে, ক্রিকেটপ্রেমীদের চোখ রয়েছে আগামী ৯ জুনের ম্যাচের দিকে। কারণ ওইদিন ভারত (India) মুখোমুখি হবে তার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) সাথে। যদিও, তার আগেই একটি বড় আপডেট সামনে এসেছে।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ভারতের সাথে ম্যাচ খেলার আগেই পাকিস্তান একটি বড় ধাক্কা পেয়েছে। মূলত, পাকিস্তানি তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম চোটের কবলে পড়েছেন। যার পরিপ্রেক্ষিতে তিনি বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই ইমাদ ওয়াসিমের চোটের কথা জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

Big shock for Pakistan ahead of ICC Men's T20 World Cup match with India.
পাক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম

তিনি জানিয়েছেন, “ইমাদ সাইড স্ট্রেনের শিকার হয়েছেন। প্রথম ম্যাচে তাঁকে না পাওয়াটা খুবই দুর্ভাগ্যজনক। ইমাদ ওয়াসিম হয়ত প্রথম ম্যাচ খেলতে পারবেন না। তবে আমরা আশা করছি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে তাঁকে পাওয়া যাবে।” এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২৪ সালের T20 বিশ্বকাপে পাকিস্তান দলের প্রথম ম্যাচটি আগামী ৬ জুন আমেরিকার সাথে সম্পন্ন হবে।

আরও পড়ুন: চিনের বাঁকা কথা, পাকিস্তান বিরাট খুশি! নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে কি বলছে বিশ্বের সংবাদপত্রগুলি?

এমতাবস্থায়, ইমাদ ওয়াসিম যে চোটের কারণে ওই ম্যাচটি খেলতে পারবেন না তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। তবে, পাকিস্তানি ভক্তরা এখন চাইছেন ইমাদ যাতে দ্বিতীয় ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে যান। কারণ, পাকিস্তান দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারতের। যেটি সম্পন্ন হবে আগামী ৯ জুন।

আরও পড়ুন: বিরাট ধাক্কা! একদিনেই ২০৭৯৪১২৬৯৫০০০ টাকা হারালেন আদানি, সম্পদ কমলেও বাজিমাত আম্বানির

প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারত এবং পাকিস্তান উভয়ই ২০২৪ সালের T20 বিশ্বকাপে গ্রুপ “A”-র অংশ। তারা ছাড়াও এই গ্রুপে রয়েছে কানাডা, আমেরিকা ও আয়ারল্যান্ড। গ্রুপ পর্ব থেকে মাত্র দু’টি দল এগিয়ে যাবে। তাই পাকিস্তান তার শক্তিশালী দল নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নামতে চাইবে। এদিকে, ইমাদ ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই দলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাই, তিনি অবশ্যই ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে চান। তবে, শেষ পর্যন্ত তা সম্ভব হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর