বাংলা হান্ট ডেস্ক: সুরাপ্রেমীদের জন্য এবার চরম দুঃসংবাদ সামনে এল। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার একধাক্কায় বন্ধ হয়ে যেতে চলেছে সমস্ত মদের বার ও ঠেক। মূলত, রাজ্যে মদ্যপান কমানোর লক্ষ্যেই এই বড় নিয়ম চালু করা হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই গত রবিবারই এই প্রসঙ্গে নতুন আবগারি নীতিও পাশ হয়। মূলত, মধ্যপ্রদেশ (Madhya Pradesh) সরকারের তরফে এহেন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ক্যাবিনেট বৈঠকে নতুন আবগারি নীতি গৃহীত হয়েছে। যেটির অধীনে মদের বার সহ মদের দোকানের পাশেই মদ্যপানের জন্য যে জায়গা বরাদ্দ থাকে তা এবার বন্ধ হয়ে যেতে চলেছে। এই প্রসঙ্গে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, নতুন আবগারি নীতির ফলে রাজ্যের সমস্ত বার ও মদের ঠেক বন্ধ করে দেওয়া হবে। যার ফলে এবার থেকে শুধুমাত্র দোকানেই মদ বিক্রি হবে। এমনকি, মদ খাওয়ার জন্য কোনো জায়গাও থাকবে না।
এছাড়াও, তিনি আরও বলেন, রাজ্যে মদ্যপানের হার কমানোর লক্ষ্যে দীর্ঘদিন ধরেই চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ওই কারণে রাজ্যে ২০১০ সালের পর থেকে একটিও নতুন মদের দোকান আর খোলা হয়নি। শুধু তাই নয়, নর্মদা সেবা যাত্রা চলাকালীনও রাজ্যের ৬৪ টি মদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল।” এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সম্প্রতি বিজেপি নেত্রী উমা ভারতী রাজ্যে আবগারি নীতি নিয়ন্ত্রণের দাবি জানান। তিনি বলেছিলেন, রাজ্যে মদ বিক্রি যেন বন্ধ করে দেওয়া হয়। এমনকি, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সরকার তাঁর এই দাবি গ্রহণ করলে মহিলাদের কাছ থেকে বিজেপি রেকর্ড পরিমান ভোট পাবে বলেও দাবি করেন তিনি।
নতুন আবগারি নীতিতে কি বলা হয়েছে: মধ্যপ্রদেশে নতুন আবগারি নীতিতে বলা হয়েছে, এবার থেকে শুধুমাত্র মদের দোকানেই মদ বিক্রি করতে হবে। অর্থাৎ, ওই রাজ্যের সমস্ত বার ও মদের ঠেক বন্ধ হয়ে যেতে চলেছে। শুধু তাই নয়, মদ্যপান করে গাড়ি চালালে লাইসেন্স বাতিলের মতো নিয়ম আরও শক্ত করা হবে।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে নতুন এই আবগারি নীতি কার্যকর করা হবে। তবে, সরকারের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। এদিকে, ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, ও মহিলাদের হস্টেলের মত জায়গাগুলি থেকে মদের দোকানের দূরত্ব ৫০ মিটার থেকে বাড়িয়ে ১০০ মিটার করা হয়েছে বলেও জানা গিয়েছে।