বাংলাহান্ট ডেস্ক : সোনু নিগমের (Sonu Nigam) ‘কন্নড়’ বিতর্ক অব্যাহত। কিছুদিন আগেই কর্ণাটকে একটি গানের অনুষ্ঠান করতে গিয়ে কন্নড় ভাষায় গান গাইতে বলায় পহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে এনে বিতর্কে জড়ান গায়ক। অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে। কন্নড় ভাষাভাষীদের অপমান এবং বৈষম্য সৃষ্টি করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পালটা নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিতেও দেখা গিয়েছিল সোনুকে (Sonu Nigam)। কিন্তু তবুও সমস্যা তাঁর পিছু ছাড়ছে না। এবার গায়কের বিরুদ্ধে নোটিশ জারি করল অবলাহল্লি থানা।
কন্নড় বিতর্কের জেরে বড় পদক্ষেপ সোনুর (Sonu Nigam) বিরুদ্ধে
বেঙ্গালুরুর একটি কনসার্টে কন্নড় ভাষায় গান গাইতে বললে মেজাজ হারান সোনু (Sonu Nigam)। মঞ্চ থেকেই চিৎকার করে বলে ওঠেন, ‘এই ধরণের আচরণের জন্য পহেলগাঁও হামলা হয়েছে’। গায়কের মন্তব্যকে ‘উসকানিমূলক এবং বিভেদ সৃষ্টিকারী’ বলে এফআইআর দায়ের করার দাবি তোলা হয়। কন্নড় ভাষা এবং মানুষদের অপমান করার অভিযোগ আনা হয়েছে সোনুর (Sonu Nigam) বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, গায়কের মন্তব্য শুধু অমানবিক নয়, বিপদজনকও বটে।
জারি হল নোটিশ: এরপরেই সম্প্রতি অবলাহল্লি থানার তরফে নোটিশ জারি করা হয়েছে সোনুর (Sonu Nigam) বিরুদ্ধে। এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে তাঁকে হাজিরা দেওয়ার জন্য। পুলিশের তরফে জানানো হয়েছে, শান্তি বিঘ্নিত করার অভিযোগ রয়েছে গায়কের বিরুদ্ধে। পাশাপাশি ওই শোয়ের আয়োজকদের বিরুদ্ধেও নোটিশ জারি করা হবে বলে খবর।
আরো পড়ুন : ‘আপনারা দাঙ্গা করেন আর গালাগালি খাই আমি’, কাদের নিশানা করলেন মমতা?
ভবিষ্যতে কাজ করায় আপত্তি: এখানেই বিপত্তির শেষ নেই। কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্সের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে সোনুর (Sonu Nigam) সঙ্গে আর কাজ করবেন না তাঁরা। উল্লেখ্য, কেরিয়ারে কন্নড় ভাষায় গানও গেয়েছেন সোনু। কিন্তু তাঁর মন্তব্য বড়সড় বিতর্ক তৈরি করেছে দক্ষিণের এই রাজ্যে। যদিও সোনুকে (Sonu Nigam) আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয়নি।
আরো পড়ুন: বলিউডে কোণঠাসা বাবিল, আঙুল অনন্যা-সিদ্ধান্তদের দিকে! বিতর্ক বাড়তেই সরব অভিনেতা
প্রসঙ্গত, সম্প্রতি এক ভিডিও বার্তায় সোনু বলেন, কন্নড় ভাষা এবং মানুষদের তিনি ভালোবাসেন তিনি ভালোবাসেন। গায়ক জানান, প্রথম গানটা যখন তিনি গাইছিলেন, চার পাঁচজন পড়ুয়া রীতিমতো হুমকি দিয়ে তাঁকে কন্নড় ভাষায় গাইতে বলছিল। শ্রোতাদের মধ্যে অনেকেই ছিলেন যারা তাদের চুপ করার কথা বলছিলেন। এরপরেই ‘পহেলগাঁও হামলা’ মন্তব্য নিয়ে ব্যাখ্যা দেন সোনু। তিনি স্পষ্টই বলেন, “ওদের পাঁচজনকে এটা মনে করিয়ে দেওয়া এবং বলা খুব জরুরি ছিল যে, পহেলগাঁওতে যখন প্যান্ট খোলানো হয়েছিল, তখন ভাষা জিজ্ঞাসা করা হয়নি”।