বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কেন্দ্র ডায়মন্ড হারবারে বিগত ২ মাস ধরে চলছে ‘সেবাশ্রয়’ কর্মসূচি। বিনামূল্যের এই চিকিৎসা পরিষেবা পেয়ে সবাই এককথায় ‘ধন্য ধন্য’ করছেন তাঁর। তবে সব শুরুর একটা শেষ থাকে। তাই জানা যাচ্ছে, অভিষেকের উদ্যোগে শুরু হওয়া এই বিনামূল্যের চিকিৎসা পরিষেবাও এবার শেষের পথে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ‘সেবাশ্রয়’ প্রকল্পে উপকৃত কত?
অত্যন্ত অল্প সময়ের মধ্যেই এই সেবাশ্রয় কর্মসূচি বিরাট সাফল্য পেয়েছে। জানলে অবাক হবেন সেবাশ্রয় প্রকল্পে উপকৃতের সংখ্যা। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত এই প্রকল্পে উপকৃত হয়েছেন মোট ৮ লক্ষ ৯৪ হাজার জন। বুধবার মহেশতলা বিধানসভা এলাকার দুটি মডেল ক্যাম্প সহ আরও একটি শিবির সর-জমিনে পরিদর্শন করতে গিয়েছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই স্বাস্থ্য শিবির থেকে সকলে কি সুবিধা পাবেন তা তিনি নিজেই জানিয়েছেন সাধারণ মানুষকে। এছাড়াও এলাকার মানুষদের বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেছেন তৃণমূল সাংসদ। এছাড়াও চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলে বিস্তারিত খোঁজ নিলেন এই স্বাস্থ্য শিবির সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে। যারা স্বাস্থ্য শিবিরে এসেছেন তাদের কি ধরনের শারীরিক সমস্যা রয়েছে সে ব্যাপারেও খোঁজ খবর নিয়েছেন তিনি।
রানাঘাটের বাসিন্দা শিশু কন্যা অস্মিকা দাসকে নিয়ে শিবিরে এসেছিলেন তার বাড়ির লোকজন। বিরল রোগে আক্রান্ত অস্মিকার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন অভিষেক (Abhishek Banerjee) নিজে। এদিন তিনি নিজে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এদিন, স্বাস্থ্যশিবির পরিদর্শনের পর সোশ্যাল মিডিয়ায় অভিষেক লিখেছেন, ‘রোগমুক্ত সুস্থ জীবন ফেরানোর ব্রত নিয়ে সমস্তরকম সঙ্কীর্ণতার অচলায়তন দূরীকরনে আমার যথাসাধ্য চেষ্টা এবং পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি। সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকতে, মানুষের অশ্রুমোচনের দায়িত্ব পালনে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।’
আরও পড়ুন: লকআপে অকথ্য অত্যাচারের অভিযোগ! মামলা গড়াল হাইকোর্টে
