বাংলাহান্ট ডেস্ক : আচমকাই টিআরপি তালিকায় তোলপাড় ফেলে দিয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ (Serial)। স্টার জলসার এই ধারাবাহিক শুরু হয়েছে প্রায় ছয় মাস হয়ে গেল। কিন্তু হঠাৎ করেই যেন যাবতীয় হিসেব উলটে দিয়েছে এই সিরিয়াল। বিগত দু সপ্তাহ ধরে চ্যানেলের এবং প্রতিপক্ষের তাবড় সিরিয়ালকে (Serial) পেছনে ফেলে উঠে আসছে রাঙামতি। আর সাম্প্রতিক টিআরপি তালিকায় তো সটান দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই ধারাবাহিক।
বড় চমক আসতে চলেছে সিরিয়ালে (Serial)
আচমকাই রাঙামতির এমন ভোলবদলে চমকে গিয়েছেন অনেকেই। হু হু করে চড়ছে সিরিয়ালের (Serial) টিআরপি। দর্শকরা আগ্রহ খুঁজে পাচ্ছেন রাঙামতি একলব্যর কাহিনিতে। কথা, গীতা LLB এর মতো সুপারহিট সিরিয়াল গুলিকে পেছনে ফেলে চ্যানেল টপার হয়ে বসেছে রাঙামতি তীরন্দাজ (Serial)। আর এই টিআরপি ধরে রাখতে এবার গল্পে বড় মোড় নিয়ে এল নির্মাতারা।
নতুন বিপদে রাঙামতী: সিরিয়ালের (Serial) শুরু থেকেই দেখা যাচ্ছে, প্রথম দিকে রাঙামতির সঙ্গে দূরত্ব থাকলেও কখনোই তাকে স্ত্রী এর মর্যাদা দিতে অস্বীকার করেনি একলব্য। নামী তীরন্দাজ হওয়ার লক্ষ্যে রাঙামতির পাশে রয়েছে সে। কিন্তু বাড়ির অনেকেই রাঙামতিকে এগিয়ে যেতে দিতে নারাজ। এর মাঝেই ফের হাজির নতুন বিপদ।
আরো পড়ুন : “শুধু পরকীয়াই দেখিয়ে গেল”, রাইকে ছেড়ে এবার শ্যালিকা নীলুর সঙ্গে ঘনিষ্ঠ অনির্বাণ! চটে লাল দর্শক
কী দেখা গেল প্রোমোতে: সম্প্রতি প্রোমোতে (Serial) দেখা গিয়েছে, লক্ষ্যভেদ করতে গিয়ে হঠাৎ করেই চোখে ঝাপসা দেখতে থাকে রাঙামতি। লক্ষ্যস্থির রাখতেই পারছে না সে। ভয় পেয়ে চিৎকার করে সে একলব্যকে ডাকে। রাঙামতিকে সাহস যুগিয়ে তার পাশে দাঁড়ায় একলব্য। সামনে চ্যাম্পিয়নশিপ লীগের আগে তাকে সুস্থ হতে হবে বলেও জোর দেয় সে।
আরো পড়ুন : সেরা আটে ৪ বাঙালি, বেজে গেল ইন্ডিয়ান আইডল ফিনালের ঘন্টা, কবে হবে সেমি ফাইনাল?
এদিকে রাঙামতিকে আশ্বাস দিলেও একলব্য নিজে চিন্তায় পড়ে যায়, কার চক্রান্তে এতবড় ক্ষতি হল তার? প্রোমো দেখেই বোঝা গিয়েছে, বেশ বড়সড় ঝড় উঠতে চলেছে সিরিয়ালে। আগামী পর্বগুলিও একই রকম টানটান হতে চলেছে বলেই মনে করছেন দর্শকরা।