বিয়ের মণ্ডপেই আদৃতের সঙ্গে পুনর্মিলন শুভলক্ষ্মীর! স্লট দখল করতে “মোড় ঘোরানো” চমক জলসার

বাংলাহান্ট ডেস্ক : জমে উঠেছে স্টার জলসার ধারাবাহিক (Serial) ‘গৃহপ্রবেশ’। সম্প্রতি ট্র্যাক বদলে দর্শকদের নজর কেড়ে নিতে সক্ষম হয়েছে এই সিরিয়াল। এক লাফে বেড়েছে টিআরপি। এরপরেও যে হারে পরপর চমকের সঙ্গে টানটান উত্তেজনায় ভরা পর্ব চলছে, তাতে দর্শকদের আশা, আগামী সপ্তাহে স্লট লিডারও হবে এই মেগা (Serial)।

টিআরপি বেড়েছে গৃহপ্রবেশ সিরিয়ালে (Serial)

প্রত্যাশা পূরণ করে এক ধাপে এগিয়ে এসেছে গৃহপ্রবেশ। স্লট দখল করতে না পারলেও জি বাংলার কোন গোপনের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে ধারাবাহিকটি (Serial)। উপরন্তু এখনো যেভাবে গল্পে একটানা উত্তেজনার পর্ব চলছে, আগামী সপ্তাহে টিআরপি আরো বাড়বে বলেই আশাবাদী দর্শকরা।

Big surprise twist coming in grihoprobesh serial

কী চলছে গল্পে: সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে, আকাশ সেনের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সাক্ষর করতে চলেছে শুভলক্ষ্মী। আকাশেরও (Serial) তার প্রতি একটা ভালো লাগা জন্ম নিচ্ছে। অন্যদিকে মোহনার সঙ্গে নিউ ইয়র্কে এসে পৌঁছেছে আদৃত। আর এখানে এসেই তার আবছা আবছা স্মৃতি মনে পড়ায় বাড়তে থাকে অস্বস্তি।

আরো পড়ুন : “পাশে আছি…”, বন্ধুত্বের আড়াল কাটল অবশেষে, রণজয়ের জন্মদিনেই প্রেমে শিলমোহর শ্যামৌপ্তির!

আসতে চলেছে বড় মোড়: এদিকে শুভলক্ষ্মীকে বিয়ের প্রস্তাব দেয় আকাশ (Serial)। ছেলে কেশবের কথা ভেবে রাজিও হয়ে যায় শুভলক্ষ্মী। অন্যদিকে আকাশের বিয়ে উপলক্ষে মোহনার সঙ্গে হাজির হয় আদৃত। শেষমেষ আদৃতের সামনেই কি আকাশের স্ত্রী হবে শুভলক্ষ্মী? নাকি শেষ মুহূর্তে সব স্মৃতি ফিরে আসবে আদৃতের? উত্তর জানতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

আরো পড়ুন : নায়ককে ছাড়াই এগোবে গল্প! নাকি ইতি পড়বে সিরিয়ালে, কী আছে জলসার জনপ্রিয় মেগার ভাগ্যে?

সম্প্রতি গল্পে (Serial) নতুন মোড় আসায় টিআরপি বেড়েছে গৃহপ্রবেশ এর। দর্শকরা বেশ আগ্রহ পাচ্ছেন নতুন ট্র্যাকে। আগামীতে কী হবে, আদৃত শুভলক্ষ্মীর আদৌ মিল হবে নাকি সমান্তরালে দুটো গল্প চলবে তা খোলসা হবে পরবর্তী পর্বগুলিতেই।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর