সকলের সামনে খুলে গেল মুখোশ, সত‍্যি ফাঁস হতেই ঊর্মিকে গলা টিপে মারার চেষ্টা রিনির!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সিরিয়ালে পর্দাফাঁস হতেই পাততাড়ি গোটাচ্ছেন মিশমি দাস (mishmee das)। অভিনয় ছেড়ে সাময়িক বিরতির কথা ঘোষনা করেছেন তিনি। ‘এই পথ যদি না শেষ হয়’ (ei poth jodi na sesh hoy) এবং ‘রিশতো কা মাঞ্ঝা’ দুটি সিরিয়াল থেকেই বিদায় নিচ্ছেন মিশমি। এদিকে সোমবারই ‘এই পথ যদি না শেষ হয়’তে রিনির (rini) পর্দা ফাঁস পর্ব দেখানো হবে।

সিরিয়ালে খলনায়িকার চরিত্রে অভিনয় করছিলেন মিশমি ওরফে রিনি। ছোট থেকেই তার নজর টুকাইদার দিকে। সে জন‍্য ঊর্মিকে বাড়ি থেকে তাড়াতে বদ্ধপরিকর রিনি। ঊর্মিকে সে চ‍্যালেঞ্জ করেছে তিন দিনের মধ‍্যে বাড়ি ছেড়ে সাত‍্যকিকে ছেড়ে চলে যেতে। তিন দিনের দিনই রিনির বিরুদ্ধে মোক্ষম প্রমাণ জোগাড় করে ফেলে ঊর্মি।


আজকের পর্বে দেখা যাবে, বাড়ির সকলের সামনে রিনির মুখোশ টেনে গুলে দিয়েছে ঊর্মি। যখন রিনি তার কাছে টুকাইদার প্রতি প্রেম জাহির করছিল তখনি সে লুকিয়ে ফোনে সবকিছু রেকর্ড করে নেয়। সেটাই ঊর্মি চালিয়ে দেয় টিভিতে। সকলে জানতে পারে কীভাবে প্রথম থেকে একটু একটু করে টুকাইকে হাত করার জন‍্য ঊর্মির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে রিনি।

এখানেই শেষ নয়। রিনিই যে তাজপুরে গিয়ে বালিয়াড়ির উপর থেকে ঊর্মিকে ধাক্কা মেরে ফেলে মারার চেষ্টা করেছিল সেটাও ফাঁস হয়ে যায়। ঊর্মি জানায়, রিনিই তাকে শর্ত দিয়েছিল যে সে যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আর টুকাইদার বিরুদ্ধে মিথ‍্যে সাক্ষী দেবে না সে।


নিজের সব ষড়যন্ত্র ফাঁস হয়ে যেতে দেখে দিগ্বিদিক জ্ঞানশূন‍্য হয়ে ঊর্মির গলা টিপে ধরতে যায় রিনি। তখনি ঘটে যায় চমকে দেওয়ার মতো কাণ্ড! রিনির হাত ছাড়িয়ে তাকে ঠাস করে এক চড় কষিয়ে দেয় সাত‍্যকি। যদিও রিনির দাবি, সে এতদিন ধরে যা যা করেছে সব ‘টুকাইদা’কে পাওয়ার জন‍্যই করেছে।

এই কাণ্ডের পরেই সরকার বাড়ি থেকে পাকাপাকি ভাবে বিদায় নেবে রিনি। সেই সঙ্গে সিরিয়াল ছাড়বেন মিশমিও। যদি দর্শকদের বেশ মন খারাপ তাতে। রিনি চলে গেলে ঊর্মির ‘মামণি’র পর্দাফাঁস হবে কীকরে? আসল দোষী শাস্তি পাবে কীকরে? সেই প্রশ্নের উত্তরের আপেক্ষাতেই রয়েছে তারা।

X