মিঠাইয়ের বড় জা টেস বুড়ি, অলক্ষ্মী বিদায়ের দিনে মোদক বাড়িতে হাজির সাক্ষাৎ ‘অলক্ষ্মী’!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক চমকে উত্তেজনার পর্ব শেষই হচ্ছে না ‘মিঠাই’তে (mithai)। সোমের মা হয়ে মোদক পরিবারে পদার্পণ জয়িতার। অভিযোগ উঠছে, সমরেশই নাকি সোমের আস‍ল বাবা। অপরদিকে নীপার জীবনেও উঠেছে ঝড়। আইপিএস অফিসার বসুন্ধরার আগমনে ভাঙতে বসেছে তার প্রথম প্রেম। দুই উপর্যুপরি বিপদে রক্ষে ছিল না। এবার এমন এক মোড় এসেছে মোদক পরিবারে যা দেখে চোখ কপালে ওঠার যোগাড় দর্শকদের।

অলক্ষ্মী বিদায়ের দিনই সোমের স্ত্রী হয়ে মনোহরাতে পা রাখল তোর্সা। সম্প্রতি ভাইরাল হওয়া প্রোমোতে দেখা যাচ্ছে, মোদক পরিবারের সকলে পুজো শেষে নিয়ম মেনে অলক্ষ্মীকে বিদায় করতে যাচ্ছে। ঠিক সেই সময়ে দরজায় এসে দাঁড়ায় সোম ও তোর্সা। বরবেশে সোম, পাশে লাল টুকটুকে বেনারসী, সোনার গয়নায় সেজে টেস বুড়ি। সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর।


হতবাক মিঠাইয়ের দিকে তাকিয়ে তাঁর প্রশ্ন, ‘মিঠাই, নিজের বড় জাকে বরন করে ঘরে তুলবে না?’ কমেন্ট বক্সে নানান মন্তব‍্য করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘এমনটা যে হবে তা আমরা আগে থেকেই জানতাম’। আরেকজন লিখেছেন, ‘শেষ পর্যন্ত আমার ভয়টাই সত‍্যি হল। এবার মিঠাইতে কী ধরনের টুইস্ট আসবে তা একমাত্র ডিরেক্টর আর স্ক্রিপ্ট রাইটারের উপরে নির্ভর করছে। আশা করি ভাল কিছুই হবে।’

https://www.instagram.com/p/CVuuQ8rB0mQ/?utm_medium=copy_link

কিছুদিন আগেই দেখা গিয়েছে, মোদক পরিবারের বিজয়া সম্মীলনীর দিন হঠাৎ করেই নিজের জন্মদাত্রী মা জয়িতাকে নিয়ে মোদক বাড়িতে হাজির হয়েছে সোম। তার দাবি, সমরেশই নাকি তার আসল বাবা। তাই নিয়ে চরম অশান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে মনোহরায়। এদিকে বন্ধু ত্রিদিবের কাছে সমরেশ জানান, জয়িতা নাকি আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিল। তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে। সেই কথোপকথন শুনে ফেলে মিঠাই।

https://www.instagram.com/tv/CVvFa_9BAzc/?utm_medium=copy_link

এদিকে নতুন বদলি হওয়া আইপিএস অফিসার বসুন্ধরার প্রতি রুদ্রদার ভাললাগা দেখে মন খারাপ নীপার। বাড়ির এই পরিস্থিতিতে কাউকে নিজের কথা বলতেও পারছে না সে। শেষে মিঠাইকেই কে সমস্তটা জানায়। এখন মিঠাইয়ের উপরেও যদি এমন ঝড় নেমে আসে তবে কোনদিক বাঁচাবে সে? সেটাই দেখার অপেক্ষায় রয়েছে দর্শকরা।

X