মহাকুম্ভে মহা সঙ্কট! “ধুন্ধুমার সোমবার” পর্ব আনছে এই মেগা, চড়চড়িয়ে চড়বে TRP

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : নিত্য নতুন চমক দিতে কোনো কসুর বাকি রাখছে না জি বাংলা। এমনিতেই টিআরপি তালিকায় বেশ এগিয়ে রয়েছে সিরিয়ালগুলি (Serial)। প্রত্যেক দিনের টিআরপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেউ কাউকে এতটুকু জায়গা ছাড়তে রাজি নয়। যে সিরিয়ালগুলি (Serial) টিআরপি তালিকায় ভালো নম্বর ধরে রেখেছে, সেগুলি যাতে জায়গা বজায় রাখতে পারে তার জন্যও চলছে টানটান টক্কর।

টিআরপি তালিকায় ছক্কা জি বাংলার সিরিয়ালের (Serial)

বিগত কয়েক সপ্তাহ ধরে সাপ্তাহিক টিআরপি তালিকায় শুধুই জি বাংলার রমরমা। ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে স্টার জলসা। যদিও এখনো প্রথম ও দ্বিতীয় দুই স্থানই দখলে রেখেছে জি বাংলা (Serial), কিন্তু টিআরপির তালিকায় উত্থান পতন তো লেগেই থাকে। এখানে কখন কি অঘটন ঘটে যায় তা বলা যায় না। তাই পজিশন ধরে রাখতে মাঝে মাঝেই ধামাকা প্রোমো নিয়ে আসছে সিরিয়ালগুলি (Serial)।

Big twist is coming in this serial promo

নতুন প্রোমো আনল মেগা: বিগত এক মাস ধরে বেঙ্গল টপার এর পজিশন ধরে রেখেছে ‘পরিণীতা’ (Serial)। শেষ টিআরপি তালিকাতেও তার ব্যতিক্রম হয়নি। নম্বর কিছুটা কমলেও প্রথম স্থান ধরে রেখেছে পরিণীতা। এবার হারানো নম্বর ফিরে পেতে দমদার প্রোমো নিয়ে আসল এই সিরিয়াল। এবার ভিলেনকে বাঁচাতে দেখা গেল স্বয়ং হিরোইনকে।

আরো পড়ুন : আটটার স্লট নিয়েই কাড়াকাড়ি, TRP দিতে না পারায় ৫ মাসেই বন্ধ আরেক সিরিয়াল! এইদিনেই অন্তিম সম্প্রচার

কী দেখা গেল প্রোমোতে: বর্তমানে মহাকুম্ভ স্পেশ্যাল পর্ব চলছে পরিণীতায় (Serial)। রায়ান পারুল দুজনেই গিয়েছে মহাকুম্ভে। যদিও দুজনে আলাদা আলাদা গিয়েছে, কিন্তু ভাগ্যের ফের তাদের দেখা হয় মহাকুম্ভে। এবার সামনে এল এক দারুণ প্রোমো। সেখানে দেখা যায়, বড়সড় বিপদে পড়েছে শিরিন। কয়েকজন গুণ্ডা তাকে ঘিরে ফেলে। আর ঠিক সেই সময়ই সেখানে এন্ট্রি হয় পারুলের।

আরো পড়ুন : দুই শিশুশিল্পীই জমিয়ে দিচ্ছে সিরিয়াল, শুটের ফাঁকে ‘দুগ্গামণি’র হাত ধরে “গুরুগম্ভীর” আলোচনা ফুগলার

রায়ানের সঙ্গে হাত মিলিয়ে শিরিনকে উদ্ধার করে সে। ত্রিশূল নিয়ে রুদ্রমূর্তি ধারণ করতে দেখা যায় পারুলকে। ধুন্ধুমার সোমবার এর পর্বে দেখা যাবে এই কাণ্ড। এই টুইস্টের জেরে টিআরপি আরো বাড়বে বলেই আশাবাদী পরিণীতা ভক্তরা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X