বাংলাহান্ট ডেস্ক : কিছু কিছু সিরিয়াল (Serial) শুরুর পর থেকেই ধামাকাদার গল্প দেখিয়ে দর্শকদের আগ্রহ ধরে রাখে। বছরের পর বছর চলে গেলেও সেই আগ্রহ, আকর্ষণ বিন্দুমাত্র নষ্ট হয় না। টিআরপিও থাকে চড়া। এই সিরিয়ালগুলিই আগেকার মেগা সিরিয়ালের (Serial) ট্রেন্ড ধরে রেখেছে। জি বাংলায় এমন সিরিয়াল রয়েছে একাধিক।
দুটি সিরিয়াল (Serial) নিয়ে এল বড় খবর
টিআরপি ভালো থাকলেও মাঝে মধ্যেই টুইস্ট নিয়ে আসে বিভিন্ন সিরিয়ালগুলি (Serial)। কারণ দর্শকদের মন যেকোনো সময় বদলাতে পারে। সামান্য এদিক ওদিক হলেই তার প্রভাব পড়ে টিআরপিতে। তাই সময়ে সময়ে গল্পে নতুন মোড় এনে দর্শকদের আগ্রহ ধরে রাখেন নির্মাতারা। এবার জি বাংলা এবং স্টার জলসার দুটি ধারাবাহিক (Serial) নিয়ে এল বড় খবর।
নতুন সদস্য জুড়েছে: দুই ধারাবাহিকে (Serial) জুড়ছে নতুন সদস্য। তবে সেটা অনস্ক্রিন নয়, অফস্ক্রিন। আসলে সদ্য মা বাবা হয়েছেন তেঁতুলপাতার (Serial) অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী এবং ফুলকির খলনায়ক সুদীপ সরকার। সোমবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অনিন্দিতা। মা এবং মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন বলে খবর। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর শেয়ার করেছেন সুদীপ অনিন্দিতা। নতুন সদস্য আসার খবরে শুভেচ্ছায় ভেসেছেন দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
আরো পড়ুন : দর্শকদের দাবিই রাখল জলসা, বছর ঘোরার আগেই নাম কাটা গেল “ফ্লপ” স্লটহারা মেগার
তিন বছর পর এল সন্তান: প্রসঙ্গত, ২০২২ সালের প্রজাতন্ত্র দিবসে গাঁটছড়া বেঁধেছিলেন সুদীপ এবং অনিন্দিতা (Serial)। ধুমধাম করে সামাজিক অনুষ্ঠান নয়। ছিমছাম আইনি বিয়ে সেরেছিলেন তাঁরা। তবে বিয়ের দিন কনের সাজেই দেখা গিয়েছিল অনিন্দিতাকে।
আরো পড়ুন : শুরু হয়েই দর্শকদের চোখের মণি, “মোড় ঘোরানো” চমক এনে কড়া টক্কর দিচ্ছে TRP টপার মেগা
বর্তমানে ‘ফুলকি’ (Serial) সিরিয়ালে খলনায়ক রুদ্ররূপ স্যান্যালের চরিত্রে অভিনয় করছেন তিনি। অন্যদিকে ‘তেঁতুলপাতা’ ধারাবাহিক থেকে বিরতি নিয়েছেন অনিন্দিতা।