স্মৃতি হারাবে রাই, অনির্বাণের সঙ্গে মিলন দিয়েই শেষ হবে ‘মিঠিঝোরা’! অন্তিম লগ্নে মেগা চমক

বাংলাহান্ট ডেস্ক : তিন বোনের গল্প নিয়ে শুরু হয়েছিল ‘মিঠিঝোরা’ (Mithijhora) সিরিয়াল। দেখতে দেখতে এক বছর পূর্ণও করে ফেলেছে ধারাবাহিকটি। টিআরপি প্রথম পাঁচে কখনো না থাকলেও প্রথম দিকে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছে সিরিয়ালটি। তবে বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, এবার শেষের মুখে এসে ঠেকেছে রাইপূর্ণা, নীলাঞ্জনা আর স্রোতস্বিনীর গল্প।

দর্শক টেনেছে মিঠিঝোরার (Mithijhora) গল্প

তিন বোন রাইপূর্ণা, নীলাঞ্জনা আর স্রোতস্বিনীর জীবনের গল্পকে কেন্দ্র করেই মিঠিঝোরার (Mithijhora) কাহিনি। এর মধ্যে বড় বোন রাইপূর্ণা একবার নিজের ভালোবাসার আত্মত্যাগ করেছে পরিবারের জন্য। দ্বিতীয় বার যখন তার জীবনে প্রেম এল, সেই অনির্বাণের সঙ্গেও সুখে জীবন কাটাতে পারেনি রাই।

Big twist may come in mithijhora serial

রাইয়ের উপরে আক্রোশ নীলুর: সিরিয়ালের (Mithijhora) গল্প অনুযায়ী, রাই অনির্বাণের জীবনে শনির মতো ফিরে আসে অনির্বাণের প্রাক্তন স্ত্রী কোয়েল। মুখে মিষ্টি মিষ্টি কথা বললেও আদতে ষড়যন্ত্র করে রাইকে অনির্বাণের জীবন থেকে সরিয়ে দিতে চায় সে। আর এতে কোয়েল পাশে পায় রাইয়ের মেজ বোন নীলুকে। দিদির প্রতি তীব্র আক্রোশ থেকে তার সংসার ভেঙে দিতে চায় সে।

আরো পড়ুন : নতুন ষড়যন্ত্রে দৃষ্টি হারাল ‘ফুলকি’! কীভাবে হারাবে শালিনীকে? হু হু করে চড়বে TRP

কী হবে আগামীতে: রাই শেষমেষ কোয়েল আর নীলুর প্ল্যান জানতে পেরে সবার সামনে তাদের মুখোশ খুলে দেয়। তবে এর মাঝে ভেসে যায় তার আর অনির্বাণের সংসার। এই মুহূর্তে মিঠিঝোরার (Mithijhora) গল্প বলছে, কলকাতা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাই। আলাদা ভাবে একই সিদ্ধান্ত নিয়েছে অনির্বাণও। অন্যদিকে বাড়ি থেকে ঘাড়ধাক্কা খেয়েও রাইয়ের সর্বনাশ করার প্ল্যান কষে যাচ্ছে নীলু আর কোয়েল।

আরো পড়ুন : ঝগড়া দিয়ে প্রেমের শুরু, সব ঠিক হয়েও ভাঙল বিয়ে! সিরিয়ালের গল্পই বাস্তব হল নায়কের জীবনে

এর মাঝেই গুঞ্জন শোনা যাচ্ছে, রাইয়ের নাকি স্মৃতি হারিয়ে যাবে। নীলু আর কোয়েলের ষড়যন্ত্রে গুন্ডাদের হাত থেকে বাঁচতে গিয়ে মাথায় আঘাত পাবে সে। অনির্বাণ তাকে বাঁচিয়ে নিলেও স্মৃতি হারিয়ে যাবে রাইয়ের। আর এভাবেই ফের একবার কাছাকাছি আসবে রাই আর অনির্বাণ। তবে জানিয়ে রাখি, চ্যানেল বা সিরিয়াল নির্মাতাদের তরফে এখনো এ বিষয়ে কোনো ইঙ্গিত মেলেনি। সবটাই দর্শকদের জল্পনা মাত্র। আগামীতে রাইয়ের ভাগ্যে কী অপেক্ষা করছে তা জানা যাবে সিরিয়ালেই।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর