বাংলাহান্ট ডেস্ক : সম্পর্কের টানাপোড়েনে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে ‘মিঠিঝোরা’ (Mithijhora) সিরিয়ালের চরিত্রগুলির জীবন। বর্তমানে রাই এবং অনির্বাণের মধ্যে আবারো অশান্তি তাদের সম্পর্কটাকে ফের অবনতির দিকে ঠেলে দিচ্ছে। রাই ডিভোর্সের কথা তুলেছে অনির্বাণের সামনে। এমনি চূড়ান্ত উত্তেজনাময় পরিস্থিতিতে সিরিয়ালের নায়িকাও ইঙ্গিত দিয়েছেন, বড় কোনো টুইস্ট আসতে চলেছে গল্পে।
রাই অনির্বাণের (Mithijhora) মধ্যে ফের শুরু অশান্তি
তিন বোন রাইপূর্ণা, নীলাঞ্জনা আর স্রোতস্বিনীর জীবনের গল্পকে কেন্দ্র করেই মিঠিঝোরার (Mithijhora) কাহিনি। এর মধ্যে বড় বোন রাইপূর্ণা একবার নিজের ভালোবাসার আত্মত্যাগ করেছে পরিবারের জন্য। দ্বিতীয় বার যখন তার জীবনে প্রেম এল, সেই অনির্বাণের সঙ্গেও সুখে জীবন কাটাতে পারছে না রাই।
তৃতীয় ব্যক্তি হয়ে এসেছে কোয়েল: সিরিয়ালের (Mithijhora) গল্প অনুযায়ী, রাই অনির্বাণের জীবনে শনির মতো ফিরে এসেছে অনির্বাণের প্রাক্তন স্ত্রী কোয়েল। মুখে মিষ্টি মিষ্টি কথা বললেও আদতে ষড়যন্ত্র করে রাইকে অনির্বাণের জীবন থেকে সরিয়ে দিতে চায় সে। আর এই প্ল্যানে অনেকটা সফলও হয়ে গিয়েছে কোয়েল। রাই কোয়েলের ষড়যন্ত্র ধরতে পারলেও অনির্বাণ তা ধরতে ব্যর্থ।
আরো পড়ুন : একই সঙ্গে হিন্দি-বাংলা দুই সিরিয়াল, নতুন বছরে লক্ষ্মীলাভ ‘অনুরাগের ছোঁয়া’ অভিনেত্রীর!
কী টুইস্ট আসছে: এদিকে অনির্বাণের ক্রমাগত অপমানে রাই তোলে ডিভোর্সের কথা। গল্প যেদিকে মোড় নিচ্ছে, অনেকেই মনে করছেন, রাই অনির্বাণের ডিভোর্সটা অবশ্যম্ভাবী। এদিকে নায়িকাও জানিয়েছেন, বড় টুইস্ট আসছে গল্পে (Mithijhora)। এমতাবস্থায় কী ঘটতে চলেছে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
আরো পড়ুন : টেলি নায়িকার প্রাক্তন, বৃন্দাবনে রাশিয়ান সুন্দরীকে বিয়ে করছেন ছোটপর্দার হার্টথ্রব নায়ক!
সিরিয়ালের দর্শকদের একাংশের মতে, রাইয়ের জন্য শৌর্যই প্রথম থেকে ঠিক ছিল। তাদের দাবি, অনির্বাণের বদলে আবার শৌর্যকেই নায়ক করা হোক আর রাই শৌর্যের মিলন দেখানো হোক। আবার অনেকে মনে করছে, রাই অনির্বাণের বিচ্ছেদের আগেই কোনো ভাবে কোয়েলের জারিজুরি ফাঁস হবে। তখন অনির্বাণের টনক নড়বে। তবে শেষমেষ কী হবে তা জানতে মিঠিঝোরা (Mithijhora) দেখতেই হবে।