বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই শেষ হয়েছে উচ্চ প্রাথমিকের (Upper Primary Counselling) দ্বিতীয় দফার কাউন্সেলিং। এই কাউন্সেলিং-এর শেষে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের হাতে সুপারিশ পত্র তুলে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে বিগত পাঁচ দিন ধরে মোট ২৫৯৫ জন প্রার্থীর কাউন্সিলিং করানোর কথা ছিল। তবে তার মধ্যে অনুপস্থিত থেকেছেন এবং কাউন্সেলিং-এ এসে সুপারিশ প্রত্যাখ্যান করেছেন এমন প্রার্থী রয়েছেন মোট ৬২৪ জন। আর সুপারিশপত্র নিয়েছেন মোট ১৯৭১ জন প্রার্থী।
কবে শেষ হবে উচ্চ-প্রাথমিকের (Upper Primary Counselling) তৃতীয় দফার কাউন্সেলিং?
জানা যাচ্ছে, প্রথম দফায় কাউন্সেলিং (Upper Primary Counselling) হয়েছিল মোট ৮৭৪৯ জন চাকরিপ্রার্থীর। তাদের মধ্যে সুপারিশপত্র নিয়েছিলেন মোট ৬৬৮০ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত দুই দফা মিলিয়ে মোট ৮৬৫১ জন প্রার্থী সুপারিশ পত্র নিয়েছেন। যদিও মেধা তালিকা অনুযায়ী এখনও পর্যন্ত ২৬১২ জনের কাউন্সেলিং এখনও বাকি রয়েছে।
পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি (Upper Primary Counselling) চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ এপ্রসঙ্গে জানিয়েছেন তৃতীয় দফা থেকে ২৬১২ জনের কাউন্সিলিং একবারে নিয়ে নেওয়া হোক। সেইসাথে তৃতীয় দফার কাউন্সেলিং জানুয়ারির প্রথম দিকেই করার আবেদন জানানো হয়েছে। সুশান্তবাবুর কথায় দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ের অনুপস্থিত এবং সুপারিশ প্রত্যাখ্যান করেছেন এমন প্রার্থীদের সংখ্যা মোট ৬২৪ জন।
আরও পড়ুন: ৭ তারিখ…! এবারে মিলবে DA? আশায় রাজ্য সরকারি কর্মীরা
প্রার্থী অনুপস্থিত থাকলে সেখানে একা অনেক শূন্যস্থান তৈরির সম্ভাবনা থাকে। তাই মেয়েটি মেধা তালিকায় ওয়েটিং লিস্টের সমস্ত প্রার্থীর কাউন্সেলিং হওয়া সম্ভব। তাছাড়া আদালত জানিয়েছে উচ্চ প্রাথমিকের মেধাতালিকায় থাকা সমস্ত চাকরিপ্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে।
তবে জানুয়ারির তৃতীয় দফায় কাউন্সিলিংয়ের দাবি জানানো হলেও শিক্ষা দফতর এখনও পর্যন্ত নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। এ প্রসঙ্গে দপ্তরের এক কর্তা জানিয়েছেন সামগ্রিক পরিসংখ্যান খতিয়ে দেখে তবেই এসএসসির তৃতীয় দফার কাউন্সেলিংয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে।