বাংলা হান্ট ডেস্কঃ ভালোই দিন কাটছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার কিছুদিন আগেই মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়েছে কেন্দ্র সরকার। নিজের কর্মচারীদের (Government Employees) জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বাড়িয়েছে কেন্দ্র। যার জেরে উপকৃত হয়েছেন ৫০ লক্ষ কর্মচারী। লক্ষ লক্ষ পেনশনভোগী। আর এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও এক উপহার।
জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকার তার কর্মীদের গ্র্যাচুইটির সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ২৫ শতাংশ অবসরকালীন গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটি
বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। আগে গ্র্যাচুইটির সীমা ছিল ২০ লক্ষ টাকা। এবার থেকে এক ধাক্কায় তা বেড়ে হল ২৫ লক্ষ টাকা। ১ জানুয়ারি ২০২৪ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।
এর আগে এপ্রিল মাসে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সরকারি কর্মীদের ডিএ মূল বেতনের ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি (Gratuity) এবং ডেথ গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যদিও গত ৭ মে আবার একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র জানায়, গ্র্যাচুইটির সীমা বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করে ইপিএফও জনিয়ে দেয়, আপাতত গ্র্যাচুইটির সীমা বৃদ্ধির যে সিদ্ধান্ত তা স্থগিত রাখা হচ্ছে। এর পেছনে কোনো কারণ উল্লেখ করেনি সরকার।
কী এই গ্র্যাচুইটি? যখন একজন কর্মচারী কোনও সংস্থায় দীর্ঘদিন ধরে কাজ করেন, তখন তিনি বেতন, পেনশন এবং পিএফ এসবের পাশাপাশি গ্র্যাচুইটিও পান। আসলে গ্র্যাচুইটি হল সরকারি কর্মচারীকে দেওয়া কোম্পানির পুরস্কার। নিয়ম অনুসারে বর্তমানে একজন কর্মী কোনও সংস্থায় ৫ বছর কাজ করলে তিনি গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী হন।
আরও পড়ুন: ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গে কতদিন দুর্যোগ চলবে? জানাল হাওয়া অফিস
ওদিকে কিছুদিন আগে সেন্ট্রাল সিভিল সার্ভিস (পেনশন) রুলস, ২০২১-এর ৮ নং বিধিতে সংশোধন এনে বলা হয়েছে, যদি কোনও সরকারি কর্মচারী গরহিত অপরাধ করেন বা কর্তব্যরত অবস্থায় নিজের দায়িত্ব সঠিক ভাবে পালন না করেন, সেক্ষেত্রে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে অবসরের পর গ্র্যাচুইটি এবং পেনশন আটকে দেওয়া হবে। একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।