আবাস প্রকল্পে থমকে বাড়ি তৈরির কাজ! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য, বিরাট হৈচৈ

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার মানুষের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।  সরকারি প্রকল্পের টাকায় দেশজুড়ে বিভিন্ন রাজ্যের বাসিন্দাদের মাথার উপর পাকা ছাদ তৈরি করে দেওয়া হলেও, ব্যতিক্রম বাংলা। দীর্ঘ দু’বছরের বেশি সময় ধরে অন্যান্য একাধিক সরকারি প্রকল্পের পাশাপাশি আবাস প্রকল্পেও (Awas Yojana) বাংলার বরাদ্দের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে মোদি সরকার।

আবাস প্রকল্পে (Awas Yojana) চাঞ্চল্যকর তথ্য

কেন্দ্র টাকা না দিলেও ইতিমধ্যেই নিজস্ব কোষাগার থেকে বাংলার মানুষদের জন্য এই প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত বছরের শেষের দিকেই আবাস প্রকল্পে (Awas Yojana) মাথা পিছু প্রথম কিস্তির ৬০ হাজার টাকা বিলি করা হয়েছে। প্রসঙ্গত আবাসের টাকা নিয়ে দুর্নীতি রুখতে শুরু থেকেই ব্যাপক কড়াকড়ি শুরু করেছে রাজ্য সরকার। এরইমধ্যে রাজ্য প্রশাসন সূত্রে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য।

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের মোট ২১ টি জেলায় ১২ লক্ষ বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হলেও এখনও পর্যন্ত প্রায় ৮ লক্ষ ৮৭ হাজার বাড়ির নির্মাণ কাজ এগোয়নি একটুও। বাংলার বাড়ি প্রকল্পের কাজের গতিবিধির ওপর নজর রাখতে নিয়মিত তদারকির ভার দেওয়া হয়েছে ব্লক ও গ্রাম পঞ্চায়েত আধিকারিকদের।

আরও পড়ুন: বিরাট সুখবর! বেতন বাড়ছে এই ক্ষেত্রে, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

জানা যাচ্ছে,মাত্র ৩ লক্ষ ১৩ হাজারের মতো উপভোক্তার বাড়ি নির্মাণের কাজ দেখার জন্য পরিদর্শন করেছেন আধিকারিকরা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে রাজ্য পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট। সেখানে, বাংলার বাড়ি প্রকল্পের (Awas Yojana) কাজের অগ্রগতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পরিসংখ্যান বলছে, গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের মোট ২১টি জেলায় ২ লক্ষ ৮০ হাজার ২১৫টি বাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছে। তার মধ্যে, নির্মীয়মাণ ভীত থেকে ঘরের বিম পর্যন্ত কাজ শেষ হয়েছে এমন বাড়ি রয়েছে মাত্র ৫০ হাজার ৪৪৩টি।

Awas Yojana

মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামীদিনে তাঁরাই বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্য। সব ঠিক থাকলে চলতি বছরের মে মাসেই এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হতে পারে। তাই সরকারি নির্দেশ মেনে বাকিদেও ওই নির্ধারিত সময়ের মধ্যেই প্রথম কিস্তির টাকায় ঘরের ভিত থেকে বিম পর্যন্ত নির্মাণ কাজ শেষ করতে হবে। তবে যে গতিতে কাজ এগোচ্ছে তাতে ওই সময়ের মধ্যে কাজ শেষ হবে কি না, তা নিয়ে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের একাংশের মধ্যে সন্দেহ আছে। যদিও এপ্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, ‘কাজ চলছে। দ্বিতীয় কিস্তির টাকা পেতে, হাতে এখনও তিন মাস সময় আছে। নজর রাখা হচ্ছে, যাতে তার মধ্যে সব কাজ শেষ হয়।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর