বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছরের শুরুতেই অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়ে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা। সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Employee) নজর এখন সেদিকেই। অষ্টম বেতন কমিশন নিয়ে এই জল্পনার মধ্যেই এবার প্রশ্ন উঠছে কী হারে বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন? প্রসঙ্গত এর আগে সপ্তম বেতন কমিশনে, বেতন নির্ধারণের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর রাখা হয়েছিল ২.৫৭। বেতন বৃদ্ধির ক্ষেত্রে এবারও সেই হার বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।
কত বাড়বে কেন্দ্রীয় সরকারি (Government Employee) কর্মচারীদের মূল বেতন?
সংবাদমাধ্যমে সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছিলেন ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব শিবগোপাল মিশ্র। তিনি জানিয়েছেন, ‘আমার বিশ্বাস, মূল বেতন (বেসিক পে) ঠিক করতে কমপক্ষে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর রাখবে কমিশন। তবে এই অঙ্ক আরও বাড়তে পারে।’ তবে জানা যাচ্ছে, ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Employee) বেতন সংক্রান্ত সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করে।
আগামীদিনে অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Employee) মূল বেতন ১৫৭ শতাংশ বৃদ্ধি পাবে। সপ্তম বেতন কমিশন অনুযায়ী বর্তমানে তাঁদের ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা। যা আগামীদিনে বেড়ে ৪৬ হাজার ২৬০ টাকা হবে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো সরকারি বিবৃতি বা প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
আরও পড়ুন: রাতের শহরে জোরদার হবে নিরাপত্তা! এই ক্ষেত্রে ‘নতুন’ নিয়োগের নির্দেশ দিলেন মমতা
কেন্দ্রীয় সরকার এই নতুন বেতন কমিশন চালু করলে আর্থিকভাবে লাভবান হবেন পেনশনভোগীরাও। বর্তমানে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কমপক্ষে ন’হাজার টাকা পেনশন পান। যা আগামী দিনে বেড়ে হবে ২৩ হাজার ১৩০ টাকা। এখানে বলে রাখা ভালো, সপ্তম বেতন কমিশনেও একই হারে বেতন এবং পেনশন বৃদ্ধি পেয়েছিল। সেবার সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন সাত হাজার থেকে এক লাফে বেড়ে ১৮ হাজার টাকা হয়েছিল।
অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে অনুমোদন মিলতেই কর্মচারীদের তরফে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ করার দাবি উঠেছিল। একটি সাক্ষাৎকারে বিষয়টি খোলসা করেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ সচিব সুভাষ গর্গ। তিনি জানিয়েছেন,‘ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ চাওয়া হল চাঁদে হাতে পাওয়ার সমান প্রার্থনা। সেটা সম্ভব নয়।’ তবে তিনি ইঙ্গিত দিয়েছেন এটি ১.৯২ হতে পারে।
প্রসঙ্গত প্রাক্তন অর্থ সচিবের কথা সত্যি হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ৯২ শতাংশ বাড়তে পারে। অর্থাৎ ন্যূনতম বেসিক পে ১৮ হাজার থেকে একলাফে বেড়ে হতে পারে ৩৪ হাজার ৫৬০ টাকা। প্রসঙ্গত, এবার বর্তমান সময়ের চাহিদার কথা মাথায় রেখে ফিটমেন্ট ফ্যাক্টর ঠিক করবে বলে স্পষ্ট করেছেন কেন্দ্রীয় সচিব। আগামী ৩১ ডিসেম্বর সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তাই আগামী বছরের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন চালু করা হবে বলেই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।