বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসছে বড় সুখবর। কেন্দ্রীয় বাজেট ২০২৫ পেশ হওয়ার পরেই এবার তাঁদের বেতন নিয়ে এল বড় আপডেট। জানা যাচ্ছে,দোলের মধ্যেই তাঁদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধির কথা ঘোষণা করা হতে পারে। অর্থাৎ অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার আগেই ডিএ নিয়ে বড় ঘোষণা করা হতে পারে।
কবে থেকে বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance)?
জানা যাচ্ছে, দোলের মধ্যেই এই ঘোষণা হতে পারে। সব ঠিক থাকলে এবার ৩-৪ শতাংশ হরে ডিএ (Dearness Allowance) বৃদ্ধি পেতে পারে। যার ফলে একধাক্কায় বাড়বে বেতন ও পেনশন দুই-ই। জানুয়ারি থেকে বাড়তি বেতন পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। জানা যাচ্ছে অষ্টম বেতন কমিশনের আগে আবার পকেট ভারী হতে চলেছে তাঁদের।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ নয়, বদলে যাচ্ছে রাজ্যের নাম! কি বলে ডাকা হবে?
দোলের আগেই এই ডিএ-বৃদ্ধির কথা ঘোষণা করা হতে পারে। সপ্তম বেতন কমিশন অনুসারে কেন্দ্রের সরকারি কর্মচারীদের জানুয়ারি এবং জুলাই মাসের দু’বার করে ডিএ এবং ডিআর বৃদ্ধি হয়। সরকারি কর্মীদের এই ডিএ বৃদ্ধি পায় মূলত AICPI সূচকের ওপর নির্ভর করে। এখনও পর্যন্ত ডিসেম্বরের কোনো পরিসংখ্যান প্রকাশ্যে আসেনি। মনে করা হচ্ছে, হোলির মধ্যে ডিএ ৫৩ শতাংশ থেকে বেড়ে ৫৬ বা ৫৭ শতাংশ হতে পারে।
প্রশ্ন হল ডিএ বৃদ্ধি পেলে তাদের বেতন কত বৃদ্ধি পাবে? হিসাব বলছে কোনো কেন্দ্রীয় সরকারি কর্মীর বেতন যদি ১৮ হাজার টাকা হয়, আর ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি পায়,তাহলে প্রত্যেক মাসে ৫৪০ টাকা করে তিনি বর্ধিত হারে বেতন পাবেন। একইভাবে যাদের বেতন আড়াই লক্ষ টাকা, ডিএ বৃদ্ধির পর তারা অতিরিক্ত ৭৫০০ টাকা পাবেন। একই সাথে তাঁদের পেনশন ২৭০ টাকা থেকে বেড়ে হবে ৩৭৫০ টাকা।