বদলে গেল নিয়ম? পেনশন নিয়ে বিরাট সিদ্ধান্ত, বাড়বে সুবিধা!

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মীদের সামনে এবার এক দারুণ সুযোগ! অবসর কালীন সময়ে দেশের প্রবীণ নাগরিকরা যাতে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারেন তার জন্যই সারা পৃথিবীর একাধিক দেশে চালু রয়েছে পেনশন স্কিম। ব্যতিক্রম নয় আমাদের দেশ ভারতবর্ষও। এখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তো বটেই রাজ্য সরকারি কর্মীরাও নির্দিষ্ট পরিমাণে পেনশন (Pension) পেয়ে থাকেন।

প্রবীণ নাগরিকদের পেনশন (Pension) নিয়ে বড় আপডেট

এবার প্রবীণ নাগরিকদের এই পেনশন (Pension) স্কিম নিয়ে সামনে এল এক বিরাট আপডেট। যদিও এর আগেও এবিষয়ে বিশেষ পদক্ষেপ নিয়েছিল কেন্দ্রের মোদি সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও একবার প্রবীণ নাগরিক পেনশন স্কিমে (Old Pension Scheme) জোর দেওয়া হল। এবার এই পেনশন স্কিম নিয়েই ইতিবাচক পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে গুজরাট সরকার।

কারা এই সুবিধা পাবেন? 

জানা যাচ্ছে, যারা ২০২৫ সালের মধ্যে সরকারি কর্মী হিসাবে যোগদান করেছেন  তারা সবাই এই পেনশন (Pension) স্কিমের সুবিধা পাবেন। এই বিষয়ে একটি বিশেষ ঘোষণাও সেরে ফেলেছে গুজরাট সরকার।

কী কী সুবিধা রয়েছে এই বিশেষ প্রকল্পে?

যে সমস্ত সরকারি কর্মচারী অবসর গ্রহণ করবেন তারা সকলেই এই প্রকল্পে তাদের মাসিক মাইনের অর্ধেক টাকা পাবেন। আর সেটাই তাদের পেনশন হিসাবে থাকবে। অর্থাৎ যে কর্মী যে মাইনে নিয়ে অবসর গ্রহণ করছেন তার মাত্র অর্ধেক টাকাই তারা মাসিক পেনশন হিসাবে পাবেন।

উদাহরণ হিসাবে বলা যেতে পারে যদি কেউ মাসে ৪০ হাজার টাকা করে বেতন পেতেন তাহলে তিনি এই প্রকল্পে মাসে ২০ হাজার টাকা করে পাবেন। তাই আগামীদিনে  এই প্রকল্প চালু হলে সকল সরকারি প্রবীণ নাগরিকরাই যে বিরাট লাভবান হতে চলেছেন তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: মন্ত্রী না হলেও কমেনি রাজনৈতিক প্রভাব! জ্যোতিপ্রিয়কে ‘কিংমেকার’ আখ্যা দিয়ে জামিন আটকাল ED

আসলে এতদিন তাঁরা পেনশন হিসাবে যে টাকা পেতেন তার পরিমাণও ছিল অনেকটাই কম। শুধু তাই নয় সম্প্রতি আবার প্রবীণ নাগরিকদের প্রাপ্য পেনশনের ওই নাম মাত্র টাকা নিয়েও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ উঠছে। বলা হচ্ছে খাতায় কলমে ১০০০ টাকা করে দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে মাত্র ৩০০ টাকা।

Pension

তবে এবার এই প্রকল্প চালু হলে একধাক্কায় অনেকটাই বাড়বে দেশের প্রবীণ নাগরিকদের পেনশনের টাকা। তাতে সবারই অনেকটাই সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে। ফলে আগামীদিনে তাঁরাও আর পাঁচজনের মতোই মাথা উঁচু করে বাঁচতে পারবেন সমাজে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর