বড় খবর : লোকাল ট্রেন চালানোর ব্যাপারে হতাশাজনক সিদ্ধান্ত নিল ভারতীয় রেল

বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় রেল (indian railway) সূত্রে জানা যাচ্ছে, এক্ষুনি লোকাল ট্রেন (local train) চলবার কোনো সম্ভাবনাই নেই৷ মেট্রো রেল চলা শুরু করলে পরিস্থিতি বিচার করে ট্রেন চালাতে চায় পূর্ব রেল। বুধবার ভিডিও কনফারেন্সে এমনটাই জানালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনিত শর্মা।

train rail

তার কথায়,মেট্রোয় প্রতিদিন গড়ে ৬ লক্ষ ৫০ হাজার যাত্রী চলাচল করে। সেখানে লোকাল ট্রেনে দৈনিক গড় যাত্রী সংখ্যা ৩০ লাখ। ১৪০০ ট্রেন, ২০০ স্টেশন এর ৩০ লাখ যাত্রীর সামাজিক দূরত্ব বজায় রাখা রেলের পক্ষে সম্ভব নয়। পাশাপাশি হকারদের কারনেও বিঘ্নিত হবে সামাজিক দূরত্ব। এই সব কারনেই এই মুহুর্তে যাত্রা করবে না রেল।

অন্যদিকে, ট্রেন শুরু হলে মানতেই হবে সামাজিক দূরত্ব বিধির নিয়ম। সেই নিয়ম যাতে সঠিক ভাবে মেনে চলেন যাত্রীরা তাই ইতিমধ্যেই স্টেশনে স্টেশনে যাত্রীর দাঁড়ানোর স্থান নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। শিয়ালদহ – বনগাঁ, শিয়ালদহ – হাসনাবাদ শাখার বিভিন্ন স্টেশনেই জোর কদমে চলছে এই কাজ। প্ল্যাটফর্ম গুলিতে সাদা বা হলুদ রঙের গোল দাগ দেওয়া হচ্ছে নির্দিষ্ট দূরত্ব অন্তর।

লোকাল ট্রেন চালু হওয়ায় আশার পাশাপাশি অন্য প্রশ্নও তুলছেন নিত্যযাত্রীরা। বিশেষ করে শিয়ালদহ – বনগাঁ শাখার যারা নিত্যযাত্রী তারা প্রত্যেকেই জানেন প্রতিদিন কিভাবে অসম্ভব ভিড় হয় এই শাখায়৷ অন্যান্য শাখাগুলির হালও কমবেশি একই। সব মিলিয়ে ট্রেন চললে সামাজিক দূরত্ব কতটা মেনে চলা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থাকছেই। আর সেই প্রশ্নেই পূর্ব রেল এক্ষুনি চালাতে চাইছে না লোকাল ট্রেন

সম্পর্কিত খবর