বাংলা হান্ট ডেস্কঃ নতুন অর্থবছরের সাথে সাথেই আগামী ১ এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য চালু হচ্ছে নতুন পেনশন (Pension) প্রকল্প ইউনিফায়েড পেনশন স্কিম। এই নতুন পেনশন স্কিম কিভাবে পরিচালিত হবে, এবার সে বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পেনশন তহবিল নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ পিএফআরডিএ।
নতুন পেনশন (Pension) প্রকল্প নিয়ে জারি হল বিজ্ঞপ্তি
জানা যাচ্ছে, ইউপিএস চালু হলেও পুরনো পেনশন (Pension) প্রকল্প এনপিএস উঠে যাচ্ছে না। তবে দুটির মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন কর্মীরা। কে কোনটিতে থাকবেন তা সম্পূর্ণ নির্ভর করবে তাদের ওপর। তবে জানা যাচ্ছে, ছাঁটাই হওয়া বা কাজে ইস্তফা দেওয়া কর্মীরা অবশ্য ইউপিএসের সুবিধা পাবেন না।
পিএ পিএফআরডিএ এ প্রসঙ্গে জানিয়েছে, ইউপিএস পেনশনের (Pension) পরিমাণ নিশ্চিত করা হয়েছে। অবসরের আগে একজন কর্মী ১২ মাসের মূল বেতনের গড় হিসাবে যা দাঁড়াবে প্রতি মাসে তার ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন। তবে পুরনো পেনশন প্রকল্প এনপিএসের ক্ষেত্রে রয়েছে একেবারে আলাদা নিয়ম। এক্ষেত্রে কর্মীদের পেনশনের পরিমাণ নিশ্চিত নয়। সেখানে কার প্রাপ্য টাকা কত হবে নির্ভর করবে শেয়ার বা বন্ডের বাজারের উপর।
আরও পড়ুন: নিয়োগ মামলায় রাজসাক্ষ্মী পার্থের জামাই! এবার আদালতে বিরাট সাক্ষ্য দিলেন এই ব্যক্তি
প্রসঙ্গত এই নতুন পেনশন প্রকল্প ইউপিএসের আওতায় থাকবেন কেন্দ্রীয় সরকারের তিন শ্রেণির কর্মী। প্রথমত, কেন্দ্রীয় সরকারের সেই সমস্ত বর্তমান কর্মী, যাঁরা ১ এপ্রিল পর্যন্ত এনপিএসে আছেন। দ্বিতীয়ত, যে সব কর্মীরা ১ এপ্রিল বা তার পরে চাকরিতে যোগ দেবেন। আর তৃতীয়ত, যাঁরা আগে এনপিএসে ছিলেন এবং চলতি বছরের ৩১ মার্চ অথবা তার আগে অবসর/স্বেচ্ছাবসর নিয়েছেন। এছাড়াও জানা যাচ্ছে যে সব অবসরপ্রাপ্ত কর্মী এনপিএসের অধীনে থাকলেও ইউপিএসে আসার যোগ্য কিন্তু আবেদন করার আগেই যদি তাঁদের মৃত্যু হয়, তাহলে সেক্ষেত্রে তাঁদের স্ত্রী/স্বামীরাও ইউপিএসের সুবিধা পাবেন। তবে এক্ষত্রে রয়েছে একটি শর্ত। বলা হচ্ছে ওই সমস্ত কর্মীদের অন্তত ২৫ বছর চাকরি করতে হবে।
জানা যাচ্ছে, এনপিএসের মতো ইউপিএস প্রকল্পেও পেনশন তহবিলে টাকা দেবে কর্মী এবং কেন্দ্র। তার জন্য কর্মীদের মূল বেতন এবং মহার্ঘ ভাতা থেকে ১০% করে টাকা কেটে নেওয়া হেব। এছাড়াও সরকার দেবে মোট ১৮.৫%। আগামী ১ এপ্রিল থেকে এই প্রকল্পে নাম লেখাতে চাইলে এবং পেনশন দাবির জন্য আবেদন করতে চাইলে তা অনলাইনে করা যাবে। পিএফআরডিএ-এর তরফে জানানো হয়েছে https://npscra.nsdl.co.in এই ওয়েবসাইটিতে আবেদন করা যাবে।